করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছেন, ছবি তোলার জন্য নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ভারত থেকে করোনার টিকার প্রথম চালান আসার পর গত ২১ জানুয়ারি সাংবাদিকদের বলেছিলেন সবার আগে টিকা নেবেন তিনি।
মঙ্গলবার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন তিনি।
সেই অভিজ্ঞতার কথা জানান বুধবার ক্রয় কমিটির বৈঠক শেষে। অর্থমন্ত্রী বলেন, ‘টিকা নিয়েছি নিজের জন্য, ছবি তোলার জন্য নয়।’
হাসপাতালে ভিড় করে টিকা নেয়ার ছবি তোলার সমালোচনা করে তিনি বলেন, ‘আমি দেখলাম সবাই টিকা নিচ্ছে ছবি দেখানোর জন্য। আমি রেকর্ড রাখতে চাই না, কারণ এটা সুখকর খবর না। অনেক মানুষ জীবন হারিয়েছেন। আমি বিষয়টা কনস্ট্রাকটিভভাবে দেখতে চাই।’
তিনি বলেন, ‘আপনারা আমার মাধ্যমে এই খবরটা পৌঁছে দেন যে, টিকা নিলে নিজের জীবন বাঁচবে, অন্যদেরও বাঁচতে সহায়তা করা হবে।
টিকা নেয়ার সময়ের অনুভূতি সম্পর্কে বলেন, ‘মনে হলো একটা গুতা খাইছি, তা ছাড়া অন্য কিছু নয়। একটা ইনজেকশন নেয়ার সময় যেমন লাগে, তেমনই লেগেছে।’
তিনি বলেন, ‘ছোটবেলায় অনেক টিকা নিয়েছি। জ্বর আসত, ব্যথা হয়। এবার তেমন কিছুই হয়নি। জ্বরও আসেনি। ব্যথাও হয়নি। ভালো আছি।’
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান তিনি।