দেশব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ই-কমার্স ব্যবসায় অন্তর্ভুক্তকরণ, তাদের সার্বিক ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও কারিগরি সহায়তা এবং প্রয়োজনীয় সেবা দিতে ওয়ান স্টপ সার্ভিস সুবিধায় যুক্ত হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
এ লক্ষ্যে এটুআইয়ের কার্যালয়ে বুধবার দুপুর ২টার দিকে এটুআই ও বিসিকের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নাগরিক সেবায় উদ্ভাবনকে অগ্রাধিকার দিয়ে বিসিক ও এটুআইয়ের যৌথ উদ্যোগ গ্রহণ করাই এ এমওইউর উদ্দেশ্য।
এমওইউ অনুযায়ী প্রাথমিক পর্যায়ে বিসিকের উদ্যোক্তাদের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরিতে সহায়তা, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও প্রয়োজনীয় মার্কেট লিংকেজ সহায়তা দেবে এটুআই।
এ ছাড়া ৬৪ জেলায় বিসিকের ডিসপ্লে সেন্টারগুলোকে অনলাইন প্ল্যাটফর্মের আওতায় আনা হবে। এর মাধ্যমে পণ্য উৎপাদন এবং বিপণনে নিযুক্ত কর্মী, উদ্যোক্তা ও সমিতিগুলোর জন্য প্রশিক্ষণবিষয়ক কারিগরি পরামর্শ দেয়া হবে। বিসিকের প্ল্যাটফর্মটি একশপের সঙ্গে সমন্বিত থাকবে, যেখানে বিসিকের উদ্যোক্তারা একশপের লজিস্টিকস সেবা এবং অনলাইনে পেমেন্ট সুবিধা নিতে পারবে। পাশাপাশি সারা দেশে ছড়িয়ে থাকা একশপের বিস্তৃত নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হতে পারবে। দেশ ও দেশের বাইরে ই-কমার্স সংযোগ তৈরিতে একশপ সহযোগিতা দেবে।
অনুষ্ঠানে বিসিকের চেয়ারম্যান মোশতাক হাসান বলেন, সরকারের ২০৪১ সালের মধ্যে উন্নত অর্থনীতিতে উন্নয়নের রূপরেখার সঙ্গে সামঞ্জস্য রেখে মহাপরিকল্পনা হাতে নিয়েছে বিসিক। এর আওতায় বিসিক পঞ্চম প্রতিষ্ঠান হিসেবে ওয়ান স্টপ সেবা দিতে শুরু করতে যাচ্ছে।
তিনি বলেন, ই-বিপণন বর্তমান সময়ের দাবি। এটুআইয়ের সঙ্গে এমওইউর মাধ্যমে এটুআইয়ের একশপ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে উদ্যোক্তারা ই-বিপণন করতে পারবেন।
এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. আব্দুল মান্নান বলেন, একশপ মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে প্রান্তিক উদ্যোক্তাদের পণ্য বিপণন করে আসছে। একশপ এবং এটুআইয়ের স্কিলস পোর্টাল নিয়ে বিসিক ও এর উদ্যোক্তাদের নানা ধরনের ডিজিটাল সেবা দেয়া সম্ভব হবে।
ই-কমার্স দলের প্রধান রেজওয়ানুল হক জামি বলেন, বিসিকের উদ্যোক্তারা ডিজিটাইজেশন ও ই-কমার্সে অন্তর্ভুক্তি সম্ভব হলে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিক পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ, পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প) আলমগীর হোসেন, পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ড. গোলাম ফারুক, বিসিক সচিব মফিদুল ইসলাম, বিসিক মহাব্যবস্থাপক (বিপণন) অখিল রঞ্জন তরফদার, নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) জি. এম. রব্বানী তালুকদার, এটুআইয়ের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরীসহ বিসিক ও এটুআইয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।