বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রকল্প ডিজাইনে ত্রুটি: কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

  •    
  • ৩ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৫৬

একনেক সভায় সংশোধনের জন্য উপস্থাপিত ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ তিন বছর এবং ব্যয় ২ হাজার ৫৩০ কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব আসায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন।

যে সব কর্মকর্তার গাফিলতির কারণে প্রকল্পের ডিজাইনে ত্রুটি হচ্ছে, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির-একনেক সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেন, ভবিষ্যতে যাতে এমন আর না হয়, সেজন্যও প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, একনেক সভায় সংশোধনের জন্য উপস্থাপিত ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ তিন বছর এবং ব্যয় ২ হাজার ৫৩০ কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব আসায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন। সভায় মোট আটটি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় ।

পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের আরও জানান, অনেক ক্ষেত্রে প্রকল্পের ডিজাইন ঠিকমতো করা হয় না। যেকারণে বারবার সংশোধন করতে হয়। প্রধানমন্ত্রী বলেছেন, যাদের কারণে প্রকল্পের ব্যয় বাড়ছে, অর্থ অপচয় হচ্ছে, তাদের শণাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে দেখা যায়, সংশোধনের সময় দুই-একটি আইটেম নতুন আসে। যার জন্য মূল্য বেড়ে যায়। প্রধানমন্ত্রীর প্রশ্ন হলো, যখন প্রকল্প তৈরি করেছিলেন, এসব বিষয় কি দেখে দেননি প্রকল্প প্রণয়নের সঙ্গে জড়িত কর্মকর্তরা?

পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতুনির্মাণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা (কর্মকর্তরা) প্রকল্পের সাইটে যাননি? নাহলে নতুন সেতু কোথা থেকে পাচ্ছেন? এটা কেন আগে আসল না?’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এটা শুধু প্রধানমন্ত্রীর প্রশ্ন নয়, আমারও।’

একই প্রকল্পে একাধিক পরিচালক নিয়োগের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক প্রকল্প পরিচালক সাইটে যান না। ঢাকায় বসে থাকেন। তা গ্রহণ করা হবে না। এদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।’

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কমিশনের সদস্যদের আগেও বলেছি, এখনও বলছি, প্রধানমন্ত্রীর মাথা থেকে কিছু অবজারভেশন আসে। আমাদের মাথা থেকে কেন আসবে না?

‘এ সব বিষয়ে আমাদের সকলকে অধিকতর সচেতন হতে হবে। প্রকল্প যখন আসে, তখন তাড়াহুড়ো থাকে। সবাই এসে বলে, ভাই কাজটা করে দেন না কেন, বিলম্ব কেন হচ্ছে।’

এ ক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয়ের কোনো দায় আছে কি না এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘হ্যাঁ, অস্বীকার করছি না। এটা হয়েছে। তবে এখন থেকে আমাদের এসব বিষয়ে অধিকতর সচেতন ও সতর্ক থাকতে হবে।’

এ বিভাগের আরো খবর