বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমদানিতেও কমেনি চট্টগ্রামে চালের দাম

  •    
  • ২৯ জানুয়ারি, ২০২১ ১৩:৩৫

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার ৩০০ প্রতিষ্ঠানকে ১০ লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে। তবে চাল আমদানির পরও বাজারে তার প্রভাব পড়েনি। এখনও বেশি দামেই বিক্রি হচ্ছে মোটা-চিকন সব ধরনের চাল।

চাল আমদানির পরও চট্টগ্রামের বাজারে কমেনি দাম। আগের মতোই পাইকারি ও খুচরা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে চাল। তবে সবজির দাম আছে নাগালের মধ্যেই।

চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজারে শুক্রবার সকালেও মোটা চাল বিক্রি হয় কেজি প্রতি ৪৮ থেকে ৫২ টাকায়। আর প্রকার ভেদে সরু চালের দাম ছিল ৫৫ থেকে ৬৫ টাকা।

নগরের কাজীর দেউড়ি এলাকার ব্যবসায়ী হোসেন মিয়া জানান, পাইকারিতে এখনও দাম বেশি। তাই খুচরাতে কমেনি চালের দাম।

গত বছরের শেষদিকে আন্তর্জাতিক বাজারে চালের টন প্রতি ১০ থেকে ১৫ ডলার বেড়ে যাওয়ায় দেশের বাজারেও বাড়ে দাম।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার ৩০০ প্রতিষ্ঠানকে ১০ লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে।

তবে চাল আমদানির পরও বাজারে তার প্রভাব পড়েনি। এখনও বেশি দামেই বিক্রি হচ্ছে মোটা-চিকন সব ধরনের চাল।

এদিকে চালের দাম বেশি থাকলেও সরবরাহ থাকায় নগরীতে স্থিতিশীল আছে সবজির দাম। মাছ-মাংসের দামও আছে আগের মতোই।

শুক্রবার সকালে নগরীর চকবাজার, কাজির দেউড়ি, রিয়াজুদ্দিন, অক্সিজেন বাজারসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ফুলকপি, বাঁদাকপি, লাউ, টমেটোসহ অধিকাংশ সবজিই বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ টাকা দরে। গত সপ্তাহেও এগুলোর দাম একই রকম ছিল।

তবে গত সপ্তাহে আলু কেজি প্রতি ১৫ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৭ টাকায়। দাম বাড়ার কারণ জানতে চাইলে অক্সিজেন এলাকার সবজি ব্যবসায়ী মো. তাওরাত আলম বলেন, কাঁচাবাজারে এক দুই টাকা সব সময় ওঠানামা করে।

এদিকে কাঁচা মরিচের দাম টানা কয়েক সপ্তাহ স্থিতিশীল রয়েছে। বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে।

এ ছাড়া ফুলকপি আর বাঁধাকপি ২০ টাকা, বেগুন ৩০, টমেটো ৩৫, মুলা ১০, গাজর ৩৫, শিম ৪০ ও চিচিঙ্গা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০ থেকে ৩৫ টাকায়।

নগরীর কয়েকটি মাছের বাজার ঘুরে দেখা যায়, রুই ২৬০, কাতল ২৮০, তেলাপিয়া ১২০ থেকে ১৪০, পাঙাস ১২০ ও লইট্টা ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহেও এমন দাম ছিল বলে জানান অক্সিজেনের মাছ ব্যবসায়ী তওফিকুল আলম।

গরুর মাংস আর মুরগির দামও অনেকটা স্থিতিশীল। নগরের প্রায় সব বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে। অন্যদিকে ব্রয়লার মুরগী ১৩০, সোনালী ২৫০ ও দেশি মুরগী ৩৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এ বিভাগের আরো খবর