বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ই-পেমেন্টে রাজস্ব পরিশোধ কার্যকর ১ জুলাই

  •    
  • ২৬ জানুয়ারি, ২০২১ ১৭:৫৭

এনবিআরের কর্মকর্তারা বলেছেন, আমদানিকারকেরা ই-পেমেন্টে ব্যবস্থায় দ্রুত রাজস্ব পরিশোধ করতে পারবেন। এতে জাল কাগজপত্র জমা দিয়ে রাজস্ব ফাঁকির প্রবণতা কমে যাবে।

শুল্ক ও করের পরিমাণ ২ লাখ টাকার বেশি হলেই ইলেকট্রনিক বা ই-পেমেন্টে পরিশোধ করতে হবে।

আগামী ১ জুলাই থেকে এ নিয়ম কার্যকর হচ্ছে।

সেগুনবাগিচায় রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে মঙ্গলবার এক অনুষ্ঠানে এ কথা জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এনবিআরের কর্মকর্তারা বলেছেন, আমদানিকারকেরা ই-পেমেন্টে ব্যবস্থায় দ্রুত রাজস্ব পরিশোধ করতে পারবেন। এতে জাল কাগজপত্র জমা দিয়ে রাজস্ব ফাঁকির প্রবণতা কমে যাবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে অটোমেশন কার্যক্রম চলছে। তারই অংশ হিসেবে আমদানি বাণিজ্যে ই-পেমেন্ট পদ্ধতি চালু করা হয়। এতে করে ব্যবসায়ীরা উপকৃত হবেন। পাশাপাশি রাজস্ব আদায়ও বাড়বে।

এ সময় তিনি ই-পেমেন্ট ব্যবস্থা কার্যকর করতে ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতা চান।

কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে পণ্য আমদানির পর খালাসের জন্য পে–অর্ডার বা চালানের মাধ্যমে শুল্ক ও কর পরিশোধ করা হয়। কাস্টমস বিভাগকে আধুনিকায়নে নানা ধরনের সংস্কার করে এনবিআর।

এর একটি হলো স্বয়ংক্রিয় বা ই-পেমেন্ট পদ্ধতি। একটি বিশেষ সফটওয়্যার ‘এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের’ আওতায় এটি প্রবর্তন করা হয় গত বছরের সেপ্টেম্বরে।

কাস্টমস বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করতে ই-পেমেন্ট চালু করা হয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, আগামী ১ এপ্রিল থেকে কমলাপুর আইসিডি কাস্টমস হাউজে এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে।

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, বিভিন্ন কাস্টমস হাউজে ১৩টি স্ক্যানার বসানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এগুলোর কার্যক্রম শুরু হলে পণ্য ডেলিভারি আরও দ্রুত হবে; কমবে শুল্ক ফাঁকি।

করোনাকালে এক দিনের জন্যও রাজস্ব বোর্ডের কার্যক্রম বন্ধ হয়নি জানিয়ে তিনি বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে, সরবরাহ ঠিক রাখতে কাস্টমস ও ভ্যাটের কার্যক্রম এক মিনিটের জন্যও বন্ধ হয়নি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমাদের এখন ১০টা স্ক্যানার আছে। অনেক পোর্টেই স্ক্যানার নেই। নতুন স্ক্যানার বসানো হলে দেশ থেকে অর্থপাচার কমবে।’

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ছাড়াও রাজস্ব বোর্ডের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর