বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বব্যাংকের অনুদান চায় বিএসইসি

  •    
  • ২৬ জানুয়ারি, ২০২১ ১৬:৫৫

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত চিঠি সোমবার অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে পুঁজিবাজারের ডিজিটালাইজেশনে বিশ্বব্যাংকের কাছে ৭ মিলিয়ন বা ৭০ লাখ ডলার অনুদান দিনে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই টাকা প্রায় ৬০ কোটি টাকার সমান।

প্রথমবারের মতো পুঁজিবাজারের প্রযুক্তি উন্নয়নে বিশ্বব্যাংকের কাছে অনুদান চাইলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।

এজন্য অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক এ সংস্থাটি। যা ইকোনোমিক রিলেশনস ডিভিশনের (ইআরডি) মাধ্যমে বিশ্বব্যাংকের কাছে পাঠানো হবে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত চিঠি সোমবার অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে পুঁজিবাজারের ডিজিটালাইজেশনে বিশ্বব্যাংকের কাছে ৭ মিলিয়ন বা ৭০ লাখ ডলার অনুদান দিনে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশি মুদ্রায় এই টাকা প্রায় ৬০ কোটি টাকার সমান।

বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম নিউজবাংলাকে বলেন, পুঁজিবাজারের উন্নয়নে বর্তমান কমিশন নানা উদ্যোগ নিয়েছে। আগামীতে পুঁজিবাজারের যেসব উন্নয়ন হবে তার সিংহভাগই হবে প্রযুক্তি নির্ভার। তারই অংশ হিসেবে এই অনুদান চাওয়া হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের সঙ্গে কয়েক দফা আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে চিঠি পাঠানো হয়েছে।

সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে প্রযুক্তিগত সমস্যার বিষয়টি সামনে এসেছে। দুই সপ্তাহ আগে আড়াই হাজার কোটি টাকা লেনদেন হওয়ার পর ডিএসইর সার্ভার অর্ডারের চাপ নিতে পারছিল না। ফলে বিনিয়োগকারীদের অনেকে শেয়ার কিনতে গিয়েও পাননি, বিক্রির অর্ডার দিলেও সেটি আপডেট হয়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রযুক্তিগত কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেগুলো নিয়ে কাজ চলছে। অচিরেই এসব সমস্যার সমাধান হবে।

তথ্য প্রযুক্তি বিকাশের যুগে গত কয়েক বছর ধরে মোবাইল অ্যাপের মাধ্যমেও লেনদেন করা হচ্ছে। আগে কেবল ব্রোকারেজ হাউজে গিয়ে বা ফোন করে লেনদেন হতো। এর ফলেও সার্ভারের ওপর চাপ বেড়েছে।

আবার আগে লট হিসেবে শেয়ার লেনদেন হলেও এখন একটি শেয়ারও কেনাবেচা করা যায়। এটিও সার্ভারে বাড়তি চাপ তৈরি করেছে।

এ বিভাগের আরো খবর