ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বন্দরের ভেতরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ নিউজবাংলাকে জানান, ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতে রাষ্ট্রীয় ছুটি চলছে। তাই ভারতীয়রা আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে। এ বিষয়ে সোমবার তারা চিঠি দিয়েছে।
হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক নিউজবাংলাকে জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের ভেতরের কার্যক্রম স্বাভাবিক আছে। আগে যে পণ্যগুলো এসেছে, শ্রমিকরা সেগুলো খালাস করছেন। বুধবার থেকে সব আবার আগের মতো চলবে।