করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রপ্তানিমুখী পোশাক শিল্প খাতের প্রণোদনা প্যাকেজের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর দাবি জানিয়েছেন সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার সকালে জাতীয় সংসদের একাদশ অধিবেশনে রাষ্ট্রপতির দেয়া ভাষণের ওপর ধন্যবাদ বক্তৃতায় তিনি এ দাবি জানান।
পোশাক শিল্প রপ্তানিকারক প্রতিষ্ঠান এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালাম মুর্শেদী বলেন, ‘করোনার শুরুতে রপ্তানি বাজারে ধস ঠেকাতে প্রধানমন্ত্রী একটি কমিটি গঠন করে দিয়েছিলেন। আমি এই কমিটির সদস্য ছিলাম। আমাদের কার্যক্রম দেখে বিদেশের ক্রেতা ও ব্র্যান্ডগুলো আবার ফেরত এসেছিল।
‘তারা আত্মবিশ্বাস ফিরে পেয়ে হোল্ড ও বাতিল অর্ডারগুলো আবার সক্রিয় করেন। অনেক নতুন অর্ডারও আসে। সরকারের দেয়া প্রণোদনায় কর্মীদের বেতন দিয়ে সেক্টরকে স্বাভাবিক রাখা গেছে।’
বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বিজিএমইএর সাবেক সভাপতি মুর্শেদী বলেন, ‘…সময় আবার খারাপ হতে শুরু করেছে। করোনার দ্বিতীয় ঢেউ ক্রেতা দেশগুলো অচল করে দিচ্ছে। অনেক দেশই নতুন করে লকডাউনে চলে যাচ্ছে। এই অবস্থায় অনেক ক্রেতা ও ব্র্যান্ড তাদের অর্ডার হোল্ড ও বাতিল করছেন।
‘এই অবস্থায় আবার রপ্তানিমুখী পোশাক খাতে অনিশ্চয়তা দেখা দিয়েছে…আমি প্রণোদনা প্যাকেজের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর প্রস্তাব করছি।’
পদ্মা সেতু নির্মাণের সুফল পেতে খুলনা ও বাগেরহাটের মোংলাকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান সালাম মুর্শেদী।
খুলনা-৪ (রূপসা, দিঘলিয়া, তেরখাদা) আসনের সাংসদ মোংলা বন্দরকে গভীর সমুদ্র বন্দরে রূপান্তর এবং ভোলার গ্যাস এনে খুলনাকে আবারও শিল্পনগরীতে পরিণত হওয়ার সুযোগ দেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘গ্যাস পেলে মোংলা ও খুলনায় আমরা সব উদ্যোক্তা চলে যাব। এতে মোংলা বন্দর তার সক্ষমতার পুরোটা ব্যবহার করতে পারবে। চট্টগ্রামের ওপর চাপ কমবে। খুলনা ফিরে পাবে প্রাণচাঞ্চল্য।’