কোম্পানির ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা সুষ্ঠভাবে প্রতিপালনের স্বীকৃতি সরূপ ব্যাংক, বিমাসহ আর্থিক খাতের বিভিন্ন ক্যাটাগরিতে ৩৫টি প্রতিষ্ঠানকে করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স পুরস্কার-২০১৯ দেয়া হয়েছে।
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ –আইসিএসবি শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল রাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
ব্যাংকিং ক্যাটাগরিতে ব্র্যাক ও ইসলামী ব্যাংক স্বর্ণপদক অর্জন করে। ইস্টার্ন ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক রৌপ্য এবং এশিয়া, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ব্রোঞ্জ পুরস্কার পায়।
নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্যাটাগরিতে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন স্বর্ণ, আইডিএলসি রৌপ্য ও আইপিডিসি ব্রোঞ্জ পদক অর্জন করে ।
বিমা ক্যাটাগরিতে গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স স্বর্ণ, রিলায়েন্স ইন্সুরেন্স রৌপ্য ও নিটোল ইন্স্যুরেন্স ব্রোঞ্জ পদক পায়।
জীবন বিমা ক্যাটাগরিতে প্রগতি লাইফ স্বর্ণ পদক অর্জন করে।
ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল ক্যাটাগরিতে ইবনে সিনা স্বর্ণ, ওরিয়ন রৌপ্য ও বেক্সিমকো ফার্মা ব্রোঞ্জ পুরস্কার পায়।
টেক্সটাইল ও পোশাক ক্যাটাগরিতে শাশা ডেনিম লিমিটেড স্বর্ণ এবং প্যারামাউন্ট টেক্সটাইল রৌপ্য পদক অর্জন করে।
ফুড অ্যান্ড এলাইড ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের মধ্যে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ স্বর্ণ ও ন্যাশনাল টি কোম্পানি রৌপ্য পদক অর্জন করে।
আইটি এবং টেলিকম ক্যাটাগরিতে গ্রামীণফোন স্বর্ণ, বাংলাদেশ সাবমেরিন কেবল রৌপ্য এবং আইটি কনসালটেন্টস লিমিটেড ব্রোঞ্জ পদক পায়।
ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে সিঙ্গার বাংলাদেশ স্বর্ণ, বিবিএস কেবলস রৌপ্য ও বিএসআরএম স্টিল ব্রোঞ্জ পুরস্কার পায়।
উৎপাদনমুখী ক্যাটাগরিতে আরএকে সিরামিকস স্বর্ণ পদক অর্জন করে। প্রিমিয়ার সিমেন্ট রৌপ্য ও মারিকো বাংলাদেশ ব্রোঞ্জ পদক পায়।
ফুয়েল অ্যান্ড পাওয়ার ক্যাটাগরিতে লিন্ডে বাংলাদেশ স্বর্ণ,সামিট পাওয়ার রৌপ্য ও ইউনাইটেড পাওয়ার ব্রোঞ্জ পুরস্কার লাভ করে।
সার্ভিস ক্যাটাগরিতে ইউনিক হোটেল স্বর্ণ পদক অর্জন করে। ইস্টার্ন হাউজিং রৌপ্য ও দি পেনিনসুলা চিটাগাং ব্রোঞ্জ পদক পায়।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষ করপোরেট গভর্ন্যান্স বর্তমান বিশ্বে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশেও ব্যবসা-বাণিজ্যে এটি পর্যায়ক্রমে উন্নীত হচ্ছে।
তিনি বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে করপোরেট গভর্ন্যান্স নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে করপোরেট খাতে সুশাসন প্রতিষ্ঠার জন্য আইন সংস্কারসহ নানানমুখী পদক্ষেপ নেয়া হয়েছে।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত-উল-ইসলাম বলেন, করপোরেট গভর্ন্যান্স পুঁজিবাজারের স্থিতিশীলতা ও উন্নয়নের প্রধান নির্ধারক।
বাণিজ্য সচিব জাফর উদ্দিন বলেন, সুশাসন টেকসই অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি। আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে হলে ককরপোরেট গভর্ন্যান্সের বিকল্প নেই।
আইসিএসবির সভাপতি মোজাফফর আহমেদ বলেন, করপোরেট গভর্ন্যান্স পুরস্কার দেয়ার ফলে বাংলাদেশের আর্থিক খাতে সুশাসন নিশ্চিতকরণে কোম্পানিগুলোকে অনুপ্রাণিত করবে।