১০ কোটি পণ্য উৎপাদনের মাইলফলক স্পর্শ করল বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল ও স্কুটার উৎপাদক প্রতিষ্ঠান ভারতের ‘হিরো মোটোকর্প’।
এ উপলক্ষে ভারতের রাজধানী নয়াদিল্লির গুরগাওয়ে হিরো মোটোকর্পের নিজস্ব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সুসংবাদ দেন সংস্থার চেয়ারম্যান ও সিইও ড. পাওয়ান মুঞ্জাল।
এ সাফল্য অর্জনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে তার অবস্থান আরও সুসংহত করেছে এবং লক্ষ্য অর্জনে অনেক দূর এগিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
সারাবিশ্বের গ্রাহক, সরবরাহকারী, বিতরণকারী, বিনিয়োগদাতা, কর্মী এবং গণমাধ্যমের উদ্দেশে বক্তব্যে প্রতিষ্ঠানটির পরবর্তী পাঁচ বছরের পরিকল্পনা তুলে ধরেন মুঞ্জাল।
বৃহস্পতিবার হিরো মোটোকর্পের পক্ষে বাংলাদেশি মিডিয়া কনসালট্যান্ট মাস্টহেড পিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতিতে এ কথা জানানো হয়।
ড. মুঞ্জাল তার বক্তব্যে আরও বলেন, এ বছরটি হিরো মোটোকর্পের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, মোটরবাইক তৈরিতে বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী প্রতিষ্ঠান হওয়ার খেতাব টানা ধরে রাখার ক্ষেত্রে ২০ বছর পূর্ণ করল প্রতিষ্ঠানটি।
এ সাফল্যের মূলে রয়েছে প্রতিষ্ঠানের ক্রমবিকশিত প্রকৌশল গুণ, চমৎকার ব্যবহারযোগ্যতা এবং টেকসই চর্চা। এছাড়া সততা এবং বিশ্বাসও সাফল্য এনে দিয়েছে বলে জানান তিনি।
কোম্পানির পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে ১০টিরও বেশি পণ্য বাজারে ছাড়া হবে। এছাড়া প্রতিবছর নতুন নতুন একাধিক মডেলের পাশাপাশি পুরানা মডেল আধুনিকায়ন করা হবে।
ভারতের বাইরের বাজারেও ব্যবসার পরিধি বাড়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে হিরো মোটোকর্পের।
পুরাতন বাজারে ব্যবসা বাড়ানোর পাশাপাশি নতুন নতুন দেশে ব্যবসায়িক কার্যক্রম শুরু করবে কোম্পানি। এছাড়া গবেষণা ও নতুন বিনিয়োগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে কোম্পানির ছয়টি বিশেষ সংস্করণের মডেল উন্মোচন করেন হিরো মোটোকর্পের চেয়ারম্যান।
পরিবেশবান্ধব ও তেল সাশ্রয়ী নতুন মডেলগুলো হলো: স্প্লেন্ডার+, এক্সট্রিম ১৬০আর, প্যাশন প্রো, গ্ল্যামার মোরসাইকেল, ডেসটিনি ১২৫ এবং মায়েস্ত্রো এজ ১১০ স্কুটার ।
আগামী ফেব্রুয়ারি মাসে বিশেষ সংস্করণের এসব মডেলের গাড়ি বাজারে পাওয়া যাবে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।