দেশের অর্থনীতি ঠিক পথেই আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় সংসদ অধিবেশনে চলতি অর্থবছরের প্রথম তিন মাসের (জুলাই–সেপ্টেম্বর) বাজেট বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের সময় বুধবার এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।
করোনা প্রাদুর্ভাবের মধ্যেও চলতি অর্থবছরের বাকি সময়ে অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন মুস্তফা কামাল। তিনি জানান, আর্থ-সামাজিক চালিকাশক্তিগুলোকে সঠিক পথে এগিয়ে নেয়ার মাধ্যমে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্ব অর্থনীতির ওপর করোনা মহামারির অভিঘাতের পরও সরকারের কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপের কারণে দেশের অর্থনীতি সুদৃঢ় অবস্থানে রয়েছে।’
করোনার টিকা প্রশ্নে সংসদে অর্থমন্ত্রী বলেন, ‘পর্যায়ক্রমে ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে বিনা মূল্যে প্রতিষেধক দেয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় টিকা বিতরণের খসড়া পরিকল্পনা চূড়ান্ত করছে। এ পরিকল্পনা বাস্তবায়নে বাজেটে অতিরিক্ত ৫ হাজার ৬৫৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।’
এ সময় চলতি (২০২০-২১) অর্থবছরের বাজেটের উল্লেখযোগ্য সূচকের অগ্রগতির সংক্ষিপ্ত খতিয়ান সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী।
প্রথম প্রান্তিকে সামষ্টিক অর্থনীতির উল্লেখযোগ্য সূচকসমূহের ইতিবাচক অবস্থা- বিশেষ করে জিডিপি’র প্রবৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, রপ্তানিতে প্রবৃদ্ধি, প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও মুদ্রা বিনিময় হারের স্থিতিশীলতা এবং মূল্যস্ফীতির নিম্নগতি তুলে ধরে অর্থমন্ত্রী।
মুস্তফা কামাল জানান, চলতি অর্থবছর সরকারের বর্তমান মেয়াদের তৃতীয় বছর। আলোচ্য বছরের প্রথম প্রান্তিকের অগ্রগতির যে চিত্র দেখা যাচ্ছে তা থেকে নির্দ্বিধায় বলা যায় সঠিক পথেই আছি আমরা।
‘সরকারের টানা তৃতীয় মেয়াদের ধারাবাহিকতায় দেশের অব্যাহত সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা একদিকে যেমন অভ্যন্তরীণ ভিতকে আরও মজবুত করেছে, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।’