রাজধানী ঢাকার মতিঝিলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য মেলা-২০২১। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ভবনে এই মেলার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ এসএমই ফোরামের উদ্যোগে ও বিসিকের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে।
সোমবার সকালে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান মেলার উদ্বোধন করেন।
মেলায় ৩০টি স্টলে ১০০ উদ্যোক্তা ৬৪ জেলার ঐতিহ্যবাহী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শন করছেন।
মেলায় শাড়ি-কাপড়, থ্রিপিস, চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাতপণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, বাটিকের কাপড়, মধু, মাটির তৈজসপত্র, পাটজাত পণ্যসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা।
প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এসএমই ফোরামের সভাপতি চাষী মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মোহাম্মদ রেজাউল ইসলামসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।