গ্রাহকের ঋণের তথ্য সঠিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রতিবেদন না করায় জরিমানার মুখে পড়েছে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, উত্তরা ফাইন্যান্স তিন গ্রাহকের ঋণের বিষয়ে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) সঠিক তথ্য দেয়নি। ফলে ওই তিন গ্রাহককে ঋণ দিয়ে ঝুঁকির মুখে পড়ে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি উত্তরা ফাইন্যান্সকে পাঁচ লাখ টাকা জরিমানা করে কেন্দ্রীয় ব্যাংক।
তবে এই জরিমানা দেয়া থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে উত্তরা ফাইন্যান্স। তবে বাংলাদেশ ব্যাংক ওই আবেদনে সাড়া দেয়নি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘গ্রাহকের ঋণ সম্পর্কিত তথ্য ভুল দেয়ায় উত্তরা ফাইন্যান্সকে জরিমানা করা হয়েছে। এই জরিমানা মাফ করার কোনো সিদ্ধান্ত হয়নি।’
তিনি জানান, উত্তরা ফাইন্যান্স তার গ্রাহক এমআরআই ট্রেডার্স, সাদ মুসা ফেব্রিকস ও প্রীতি সোয়েটার্সের ঋণ সম্পর্কিত যে তথ্য দিয়েছে তার সঙ্গে প্রকৃত তথ্যের গরমিল পায় বাংলাদেশ ব্যাংক।
উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন জানান, তাদের প্রতিষ্ঠানের সফটওয়্যারের ত্রুটির কারণে গ্রাহকের ঋণের তথ্য সঠিকভাবে যায়নি। এখানে ইচ্ছাকৃত কোনো ভুল হয়নি ।