সরকারি কেনাকাটায় স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রতিটি টাকা হিসাব করে খরচ করতে হবে।
সোমবার আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
‘প্রতিটি টাকা হিসাব করে খরচ করতে হবে। এই টাকা জনগণের। তাদের কল্যাণে ব্যয় করতে হবে। টাকা কোথায় কীভাবে খরচ হয়, তা জানার অধিকার জনগণের আছে। ফলে ব্যয়ের ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হতে হবে।’
সরকারি ক্রয়ে অনিয়ম হয় স্বীকার করে মন্ত্রী বলেন, ‘অতীতে দেখা গেছে, কিছু খাতে কেনাকাটা হয়েছে যা প্রশ্নবিদ্ধ। বিষয়টি সচিবকে খতিয়ে দেখতে বলেছি।’
মন্ত্রীর ধারণা, সময়মতো ক্রয় না হওয়ায় বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হয়। এখন থেকে যথাসময়ে প্রকল্পের কেনাকাটা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।মান্নান বলেন, ‘সরকার বেশি ব্যয় করতে চায়। কিন্তু সেই ব্যয় যাতে দেশের মানুষের কল্যাণে আসে, তা নিশ্চিত করতে হবে। আমরা খরচ করব, অবশ্যই তার হিসাব রাখতে হবে।’
আঞ্চলিক কর্মকর্তাদের প্রশিক্ষণ উপলক্ষ্যে কর্মশালাটির আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনার কারণে নতুন করে জনশুমারি ও গৃহগণনার কার্যক্রম পিছিয়ে গেছে। আগামী অক্টোবর বা নভেম্বরে এর কাজ শুরু হতে পারে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে এটি শুরু হওয়ার কথা ছিল।
জনশুমারি ও গৃহগণনা বড় পরিসরের কাজ। এর মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা অন্যতম।
শুমারি কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে প্রশিক্ষণের আয়োজন করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
নিয়ম অনুযায়ী, প্রতি ১০ বছর পরপর জনসংখ্যা গণনা বা জনশুমারি করা হয়।
সর্বশেষ ২০১১ সালে দেশে জনশুমারি হয়েছিল। তখন জনসংখ্যা ছিল ১৫ কোটির বেশি।
পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশের জনসংখ্যা এখন সাড়ে ১৬ কোটির বেশি।
নতুন করে জনসংখ্যা ও গৃহগণনার জন্য ১ হাজার ৬৭১ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় সরকার, যা ২০১৯ সালের শেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেয়া হয়।
কর্মশালায় মন্ত্রী বলেন, কর্মকর্তাদের প্রশিক্ষণের মধ্য দিয়ে জনশুমারির মূল কাজ শুরু হলো।
জনশুমারির কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের সঠিক জনসংখ্যা কত, কয়টি পরিবার আছে, তা জানার অধিকার জনগণের রয়েছে।
এ সময় মনোযোগের সঙ্গে কাজটি করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।