অধিক কর্মসংস্থান ও জিডিপি’র প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করতে হালকা প্রকৌশল শিল্পে সহজ শর্তে ঋণ দেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন–বিসিক।
এ খাতের উদ্যোক্তারা যাতে সহজেই ঋণ পেতে পারেন, সে জন্য পরিকল্পনা নেয়া হয়েছে।
শনিবার রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে “ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পে সাব-কন্ট্রাক্টিং সংযোগ ব্যবস্থার বাস্তবায়ন ও উন্নয়ন’’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সরকারের এ পরিকল্পনার কথা জানান বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান, এনডিসি।
মোশতাক হাসান জানান, পরিকল্পনা অনুযায়ী, রাজশাহী, বগুড়া, নরসিংদী, মুন্সীগঞ্জ, যশোরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় হালকা প্রকৌশল শিল্পপার্ক স্থাপন করা হবে। উদ্যাক্তারা যাতে কম সুদে ও সহজেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পেতে পারেন সে বিষয়টি নিশ্চিত করবে বিসিক।
হালকা প্রকৌশল হচ্ছে শ্রমঘন শিল্প। এ ধরনের শিল্পে পুঁজি কম এবং প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
অর্থনীতিবিদরা মনে করেন, উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে হলে হালকা শিল্পের মতো শ্রমঘন শিল্পকে বেশি গুরুত্ব দিতে হবে।
কিন্তু এ খাতের অন্যতম সমস্যা হচ্ছে ঋণ সংকট। উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে পরামর্শ দেন তারা।
হালকা প্রকৌশল শিল্পকে শিল্পায়নের জননী হিসেবে অভিহিত করে
বিসিক চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে হালকা প্রকৌশল শিল্পের বিকাশের বিকল্প নেই। এ লক্ষ্যে সরকার এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। সহজ শর্তে ঋণ পেলে এ খাতের বিকাশ সম্ভব বলে জানান তিনি।
কর্মশালায় প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের পরিচালক মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী। সভাপতিত্ব করেন বিসিক, রাজশাহী কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজীদ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার ঢাকা অফিসের উপ-মহাব্যবস্থাপক প্রকৌ. মোঃ মহিউদ্দিন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিসিক রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক পরিচালক মোঃ মামুনুর রশিদ, নাসিব সভাপতি, মোঃ শফিকুল ইসলাম। ১৬টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।