বাংলাদেশের পুঁজিবাজারে লেনদেনের জন্য কানাডার টরন্টোয় ডিজিটাল বুথ খোলার অনুমোদন পেয়েছে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ।
প্রতিষ্ঠানটিকে গত ৫ জানুয়ারি চিঠির মাধ্যমে এ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পদ্মা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াদুজ্জামন হৃদয় বৃহস্পতিবার নিউজবাংলাকে বলেন, ‘বিএসইসি থেকে আমরা প্রাথমিক অনুমোদন পেয়েছি। কানাডায় বুথ খোলার জন্য এখন দেশের ও দেশের বাইরের যেখানকারই অনুমোদন নেয়া প্রয়োজন, সেসব জায়গা থেকে অনুমোদন নিতে হবে।
‘পর্যায়ক্রমে আমরা সব কিছু সম্পন্ন করব। এটি আমাদের জন্য এবং দেশের জন্যও অনেক বড় বিষয়। এর মাধ্যমে দেশের পুঁজিবাজার আরও সম্প্রসারিত হবে।’
বিএসইসির অনুমোদনের বিষয়টি দেশের উভয় স্টক এক্সচেঞ্জের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অবহিত করা হয়েছে।
পদ্মা ব্যাংক সিকিউরিটিজের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) মো. হুমায়ুন হাবিব নিউজবাংলাকে বলেন, ‘বিএসইসি কানাডায় আমাদের ডিজিটাল বুথ খোলার অনুমোদন দিয়েছে। এরপর আমাদের তিন জায়গা থেকে অনুমোদন নিতে হবে। কানাডায় বুথ খোলা জন্য সেখানকার অনুমোদন প্রয়োজন হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও ডিএসইর সম্মতি নিতে হবে।’
বিএসইসির এ সংক্রান্ত নির্দেশনায় এর আগে বলা হয়, ইউনিয়ন পর্যায়েও ডিজিটাল বুথ বা ডিজিটালইজড বিজনেস সেন্টার খুলে শেয়ার লেনদেন করতে পারবে ব্রোকারেজ হাউজগুলো। বিদেশেও একই ধরনের বুথ খোলা যাবে। এ জন্য কমিশনের অনুমোদন পাওয়ার পর স্টক এক্সচেঞ্জকে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
দেশে প্রতিটি বুথের বিপরীতে স্টক এক্সচেঞ্জে এক লাখ টাকা জামানত রাখতে হবে। দেশের বাইরে রাখতে হবে ১০ লাখ টাকা। বুথগুলো অবশ্যই প্রধান বা শাখা কার্যালয়ের নিয়ন্ত্রণে থাকতে হবে। কোনো তৃতীয়পক্ষ দিয়ে চালানো যাবে না।
পুঁজিবাজারের ব্যাপ্তি বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ সহজ করতে ব্রোকারেজ হাউজের ডিজিটাল বুথ খোলার ওই নির্দেশনা জারি করা হয়।