শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বে-লিজিং ও লাফার্জহোলসিম লিমিটেডকে নোটিশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
আইএফআইসি ব্যাংক ও লাফার্জহোলসিম কোম্পানিকে সোমবার নোটিশ দেয় ডিএসই। আর মঙ্গলবার নোটিশ পেয়েছে বে-লিজিং।
এ বিষয়ে প্রতিষ্ঠানগুলো অবশ্য জানিয়েছে, তাদের শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
বুধবার ডিএসইর ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করা হয়।
গত ২২ ডিসেম্বরের পর থেকে ক্রমাগত বেড়েছে আইএফআইসি ব্যাংকের শেয়ারের দর। ওই সময় ব্যাংকের প্রতি শেয়ারের দাম ছিল ১২ টাকা ৩০ পয়সা। ৫ জানুয়ারি তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ৬০ পয়সায়। ১৫ দিনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে চার টাকা ৩০ পয়সা।
বে-লিজিংয়ের শেয়ারের দর বাড়ছে গত ২৩ ডিসেম্বর থেকে। ওই সময়ে প্রতিষ্ঠানটির প্রতি শেয়ারের দাম ছিল ১৭ টাকা ৩০ পয়সা। ৫ জানুয়ারি পর্যন্ত ক্রমাগত বেড়ে হয়েছে ২৮ টাকা ৭০ পয়সা। ১৪ দিনে শেয়ারপ্রতি দর বেড়েছে ১১ টাকা ৩০ পয়সা।
লাফার্জহোলসিমের শেয়ারের দর ২০ ডিসেম্বর ছিল ৪০ টাকা ৬০ পয়সা। ৪ জানুয়ারি পর্যন্ত দর বেড়ে হয়েছে ৫৭ টাকা ৬০ পয়সা। তবে ৫ জানুয়ারি দর কমে হয়েছে ৫৪ টাকা ৩০ পয়সা।
দামের এমন বৃদ্ধি নিয়ে লাফার্জহোলসিমের কোম্পানি সেক্রেটারি মিজানুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘দরবৃদ্ধির ক্ষেত্রে আমাদের কোনো অপ্রকাশিত তথ্য নেই। সেটি এরই মধ্যে ডিএসইর মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে।’
এদিকে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শুরুর দুই ঘণ্টায় সূচক নেমেছে। এই সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৮৩২ কোটি টাকার।
ডিএসইতে লেনদেনে এগিয়ে ছিল বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির এক কোটি ৫০ লাখ শেয়ার লেনদেন হয়েছে ১০১ কোটি টাকায়। এর পরের অবস্থানে আছে যথাক্রমে রবি ও বেক্সিমকো ফার্মা।
বাজার বিশ্লেষকরা বলছেন, গত কয়েক সপ্তাহ শেয়ারের দাম বেড়েছে। এখন অনেকে শেয়ার বিক্রি করে মুনাফা তুলবে। তারই প্রভাব পড়েছে পুঁজিবাজারে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের তুলনায় ৭৪ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৫৪ কোটি টাকা।