ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব।
একই পদে পদোন্নতি পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সংযুক্ত মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান ও ট্রেনিং একাডেমির মহাব্যবস্থাপক মো. জামাল মোল্লা।
এদের মধ্যে খুরশীদ ওয়াহাব ও জামাল মোল্লা গত ৩১ ডিসেম্বর এবং হাবিবুর রহমান গত ৩ জানুয়ারি পদোন্নতি পান।
পদোন্নতির পর খুরশীদ ওয়াহাবকে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে এবং হাবিবুর রহমানকে রংপুর অফিসে বদলি করা হয়েছে। জামাল মোল্লাকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আনা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৩১ ডিসেম্বর মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পান পরিসংখ্যান বিভাগের উপমহাব্যবস্থাপক মো. আনিছুর রহমান ও ডেট ম্যানেজমেন্ট বিভাগের উপমহাব্যবস্থাপক মো. আবদুল কাদির।
গত ৩ জানুয়ারি একই পদে পদোন্নতি পান খুলনা অফিসের উপমহাব্যবস্থাপক দুলাল চন্দ্র বিশ্বাস।
খুরশীদ ওয়াহাব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন খুরশীদ ওয়াহাব। ১৯৮৮ সালে জনতা ব্যাংকে ১ম শ্রেণির কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু তার। তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন ১৯৮৯।
বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ, নিরীক্ষা ও পরিদর্শন, ব্যাংক পরিদর্শন, অফসাইট সুপারভিশন, ব্যাংকিং প্রবিধি ও নীতি, জনসংযোগ ও প্রকাশনা, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, কারেন্সি অফিসার এবং বগুড়া ও রাজশাহী অফিসের বিভিন্ন বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন খুরশীদ ওয়াহাব।
হাবিবুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও এমবিএ করেছেন হাবিবুর রহমান। তার কর্মজীবন শুরু ১৯৮৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে।
বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ, ব্যাংক পরিদর্শন, এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস, কারেন্সি ম্যানেজমেন্ট, একাউন্টস বিভাগসহ সিলেট অফিস, বরিশাল অফিস ও চট্টগ্রাম অফিসের বিভিন্ন বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন হাবিবুর রহমান।
মো. জামাল মোল্লা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্মাতক, স্মাতকোত্তর ও এমবিএ করেছেন মো. জামাল মোল্লা। তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন ১৯৮৯ সালে।
ব্যাংক পরিদর্শন, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট, কারেন্সি ম্যানেজমেন্ট অ্যান্ড পেমেন্ট সিস্টেমস্ বিভাগসহ মতিঝিল অফিস, বগুড়া অফিস ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন জামাল মোল্লা।
আনিছুর রহমান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন আনিছুর রহমান। ১৯৯৪ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগ দেন। পরিসংখ্যান বিভাগ, বিনিয়োগ বোর্ডসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন আনিছুর রহমান।
আবদুল কাদির
১৯৮৯ সালে বাংলাদেশ ব্যাংকে অফিসার পদে যোগ দেন আবদুল কাদির।
বাংলাদেশ ব্যাংকের তৎকালীন পার্সোনেল ডিপার্টমেন্ট, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, ব্যয় ব্যবস্থাপনা বিভাগ, কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১, ব্যাংক পরিদর্শন বিভাগ-১ ও সিলেট অফিসে দায়িত্ব পালন করেছেন তিনি।
দুলাল চন্দ্র বিশ্বাস
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্সসহ এমএসসি করেন দুলাল চন্দ্র বিশ্বাস। ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রিও রয়েছে তার। তিনি বাংলাদেশ ব্যাংকে অফিসার পদে যোগ দেন ১৯৮৯ সালে।
বাংলাদেশ ব্যাংকের সিলেট, ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন দুলাল চন্দ্র বিশ্বাস।