বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রবির শেয়ারের দাম বাড়ছেই

  •    
  • ৩ জানুয়ারি, ২০২১ ২১:৪১

কোম্পানিটির শেয়ার পেতে আবেদন জমা পড়ে প্রায় এক হাজার ৬০০ কোটি টাকার। আবেদন করেছে সাড়ে ১২ লাখের মতো বিনিয়োগকারী। তাদের মাঝে লটারির মাধ্যমে ৪ লাখ ৬৫ হাজার ২৯০ জন বিনিয়োগকারী পেয়েছেন রবির শেয়ার।

পাঁচ দিনের লেনদেনে কোনো বাঁক নেই। যেন ঊর্ধ্বমুখী এক সরল রেখা।

রোববার ষষ্ঠ দিনের মতো লেনদেন হয়েছে পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত বহুজাতিক মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের। এদিন লেনদেনে সামান্য বাঁক পাওয়া গেলেও লেনদেনের পুরো সময়ই হল্ডেড (শেয়ার বিক্রেতা নেই) ছিল কোম্পানিটি।

বিনিয়োগকারীরা বলছেন, বিনিয়োগকারীদের প্রবল আগ্রহ থেকেই রবির শেয়ার হল্ডেড হচ্ছে।

গত ২৪ ডিসেম্বর রবির লেনদেন শুরু হয় পুঁজিবাজারে। এদিন ৫০ শতাংশ দাম বেড়ে ১০ টাকার শেয়ার হয় ১৫ টাকা। লেনদেনের দ্বিতীয় দিনে আবারও ৫০ শতাংশ দাম বেড়ে হয় ২২ টাকা ৫০ পয়সা। তারপর তিন কার্যদিবস ১০ শতাংশ করে দাম বেড়ে হয়েছে ২৯ দশমিক ৮ টাকা। তাতে দাম বৃদ্ধির চিত্র দাঁড়িয়েছে খাড়া এক সরলরেখায়।

রোববার রবির শেয়ারের দাম ৯ দশমিক ৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭০ টাকায়। এদিন রবির ৫ লাখ ১০ হাজার ৩৯৪ টি শেয়ার লেনদেন হয়েছে।

১০ টাকা অভিহিত মূল্যের ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ছেড়ে ৫২৩ কোটি ৭৯ লাখ টাকা সংগ্রহ করেছে রবি।

কোম্পানিটির শেয়ার পেতে আবেদন জমা পড়ে প্রায় এক হাজার ৬০০ কোটি টাকার। আবেদন করে সাড়ে ১২ লাখের মতো বিনিয়োগকারী। তাদের মাঝে লটারির মাধ্যমে ৪ লাখ ৬৫ হাজার ২৯০ জন বিনিয়োগকারী পেয়েছেন রবির শেয়ার।

রোববার রবি ছাড়াও শেয়ারের বিক্রেতা শূণ্য ছিল বেক্সিমকো, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ক্ষেত্রেও।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টাকার অঙ্কে শীর্ষ ২০ কোম্পানির মধ্যে ১৯৮ কোটি টাকার লেনদেন করে প্রথম অবস্থানে ছিল বেক্সিমকো ফার্মা। এদিন কোম্পানিটির মোট ৯৬ লাখ ২৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে ছিল আইএফআইসি, যার ৮ কোটি ৪০ লাখ ১৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে ১৩০ কোটি টাকায়। তৃতীয় অবস্থানে ছিল বেক্সিমকো। এরপরের অবস্থানে ছিল লাফার্জ-হোলসিম।

এ বিভাগের আরো খবর