পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রাথমিক গ্রণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দিতে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের লটারির ড্র হয়েছে।
রোববার ডিজিটাল প্লাটফর্মে ড্র’র আয়োজন করা হয়।
এর আগে গত বছরের ৭ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন গ্রহন করে কোম্পানিটি।
২১ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় কোম্পানিটিকে বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্তির অনুমোদন দেয়।
বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটির কাট অফ প্রাইস নির্ধারণ করা হয় ৩৫ টাকা।
এই দামে বিনিয়োগকারীদের কাছে মোট দুই কোটি এক লাখ শেয়ার ইস্যু করে ৭০ কোটি ৫১ লাখ টাকা সংগ্রহ করা হয়।
সাধারণ বিনিয়োগকারীদের কাছে কাট অফ প্রাইস ৩৫ টাকার ১০ শতাংশ কমে ৩১ টাকায় ইস্যু করে ৬২ কোটি ৪৫ লাখ টাকা উত্তোলন করে কোম্পানিটি।
পুঁজিবাজার থেকে উত্তোলন করা টাকায় কোম্পানিটি তার ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।
২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির সমাপ্ত সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য দাঁড়িয়েছে ৪৫.১৫ টাকা ও শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.১৩ টাকা।