তৌফিকা ফুডস অ্যান্ড এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড লাভেলো আইসক্রিমের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন গ্রহন শুরু হয়েছে।
রোববার থেকে শুরু হওয়া এই আবেদন গ্রহণ চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৪তম সভায় প্রতিষ্ঠানটির আইপিও অনুমোদন দেওয়া হয়।
পুঁজিবাজারে প্রতিষ্ঠানটি ফিক্সড প্রাইস পদ্ধতিতে তালিকাভুক্ত হচ্ছে।
১০ টাকা অভিহিত মূল্যের ৩ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি।
উত্তোলন করা অর্থ দিয়ে মেশিনারিজ ও ইকুইপমেন্ট ক্রয়, ঋণ পরিশোধসহ আইপিও খাতের ব্যয় পরিশোধ করবে লাভেলো আইসক্রিম।
প্রতিষ্ঠানটির ২০১৯-২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০১৯) শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ২০ টাকা।
শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১২ দশমিক ১৭ টাকা।
ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সন্ধানী লাইফ ফাইন্যান্স।
২০১৭ সালে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। ওই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিল লাভেলো।