বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোমরা দিয়েও আসছে ভারতীয় পেঁয়াজ

  •    
  • ২ জানুয়ারি, ২০২১ ২১:৪১

ভোমরা শুল্ক বিভাগের তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ১১ ট্রাকে করে এসেছে প্রায় ১৯০ টন পেঁয়াজ। শনিবার রাতে আরও ট্রাকের এন্ট্রি হচ্ছে।

প্রায় সাড়ে তিন মাস পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শনিবার বাংলাদেশে এসেছে ভারতীয় পেঁয়াজ।

ভারতের ঘোজাডাঙ্গা বন্দর থেকে শনিবার বিকালে ভোমরায় ঢুকতে থাকে ভারতীয় পেঁয়াজ বোঝাই ট্রাক। সন্ধ্যা পর্যন্ত আসে ১১টি ট্রাক।

ভোমরা শুল্ক বিভাগের তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির নিউজবাংলাকে জানান, ১১টি ট্রাকে করে এসেছে প্রায় ১৯০ টন পেঁয়াজ। শনিবার রাতে আরও ট্রাকের এন্ট্রি হচ্ছে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত রহমান জানান, সেপ্টেম্বরের পর এই প্রথম বন্দরে ভারতীয় পেঁয়াজ আসায় উৎফুল্ল বন্দরের ব্যবসায়ী ও কর্মচারীরা। এতে বাজারে পেঁয়াজের দাম আরও কমবে।

বন্দরের ব্যবসায়ী ও পেঁয়াজ আমদানিকারক দীপঙ্কর ঘোষ বলেন, প্রতি টন পেঁয়াজ ২৭০ থেকে ৩০০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। সেই হিসাবে ২৫ টাকা করে প্রতি কেজি পেঁয়াজ পাইকারদের কাছে বিক্রি হবে। আর ভোক্তারা পাবেন ৩০ টাকায়।

তিনি বলেন, শনিবার যে পেঁয়াজ আসছে, তা মহারাষ্ট্রের। আগামীতে ভারতের দক্ষিণাঞ্চল থেকে যে পেঁয়াজ আসবে, তা ২০ টাকা কেজি দরে ভোক্তারা পাবেন।

সাতক্ষীরার বাজারে দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০ টাকায়। তবে শনিবার বিকালে এর দাম কমে যায় কেজি প্রতি পাঁচ টাকা।

এ ছাড়া মিয়ানমার, পাকিস্তানি, চীনা ও তুরস্কের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ৩০ থেকে ৩৫ টাকায়।

সাতক্ষীরা কৃষি অফিসের তথ্যে, জেলায় ৫০০ হেক্টর জমিতে এবার পেঁয়াজ চাষ হয়েছে। সেখান থেকে পাঁচ হাজার টন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

জেলার চাহিদা ২০ হাজার টন। তা মেটাতে অন্য জেলা ও বিদেশ থেকে পেঁয়াজ আনতে হয় বলে জানায় জেলা কৃষি অফিস।

আরও পড়ুন:

এ বিভাগের আরো খবর