বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেটলাইফের নতুন জিএম আলা উদ্দিন

  •    
  • ২ জানুয়ারি, ২০২১ ১৭:৩৪

আলা ‍উদ্দিন আহমদ একজন ফেলো চার্টার্ড অ্যাকাউনট্যান্ট। সবশেষ তিনি মেটলাইফ হংকংয়ের মহাব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন।

আন্তর্জাতিক জীবনবিমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে দায়িত্ব নিয়েছেন মুহাম্মদ আলা উদ্দিন আহমদ।

কোম্পানির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পয়লা জানুয়ারি থেকে তিনি এই পদে দায়িত্ব পেয়েছেন।

আলা ‍উদ্দিন আহমদ একজন ফেলো চার্টার্ড অ্যাকাউনট্যান্ট। এর আগে তিনি মেটলাইফের দক্ষিণ এশিয়া অঞ্চলের চিফ ফিন্যান্সিয়াল অফিসার, মেটলাইফ নেপালের মহাব্যবস্থাপক, মালয়েশিয়ায় কোম্পানিটির জয়েন্ট ভেঞ্চার ‘অ্যাম-মেটলাইফ’-এর হেড অফ স্ট্র্যাটেজি, বিজনেস প্ল্যানিং অ্যান্ড ট্রান্সফরমেশন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সবশেষ তিনি মেটলাইফ হংকংয়ের মহাব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন।

মেটলাইফের বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল ও ভিয়েতনামের আঞ্চলিক প্রধান এলেনা বুটারোভা বলেন, ‘কান্ট্রি ম্যানেজার হিসেবে আন্তর্জাতিক নেতৃত্বের বিস্তৃত অভিজ্ঞতা আছে আহমদের। বিমা খাতে তাঁর দূরদৃষ্টি মেটলাইফকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে নিয়ে যাবে।’

এর আগে মেটলাইফের জিএম পদে ছিলেন সৈয়দ হাম্মাদুল করীম। ৩৩ বছর এই কোম্পানিতে দায়িত্ব পালনের পর গত ডিসেম্বরে অবসরে যান তিনি।

এ বিভাগের আরো খবর