বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনার কারণে কমেছে সবজি রপ্তানি

  •    
  • ১ জানুয়ারি, ২০২১ ১১:২৮

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের হিসাবে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত মোট ৭০৪ টন সবজি রপ্তানি হয়েছে।

চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গত বছরের তুলনায় এ বছর সবজি রপ্তানি কমেছে ২৬৯ টন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ উইং এই তথ্য জানিয়েছে।

উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক শৈবাল কান্তি নন্দী নিউজবাংলাকে জানান, করোনার কারণে বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বন্ধ ছিল সবজি রপ্তানি। সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালু হওয়ার পর আবারও রপ্তানি শুরু হয়।

তবে গত বছরের তুলনায় এবার এর পরিমাণ কম। করোনার কারণে চাহিদা কমে যাওয়ায় রপ্তানি কমে গেছে বলে জানান তিনি।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের হিসাবে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত মোট ৭০৪ টন সবজি রপ্তানি হয়েছে।

এর মধ্যে সেপ্টেম্বরে ২৫৩ টন, অক্টোবরে ২৭৪ টন, নভেম্বরে ১৭৭ টন সবজি রপ্তানি হয়েছে। গত বছর একই সময় চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে সবজি রপ্তানি হয়েছিল ৯৭৩ টন।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবমিলিয়ে ৫৯ রকম সবজি রপ্তানি হচ্ছে। এর মধ্যে রয়েছে কচুর লতি, কচু, পটল, ঝিঙে, শসা, করলা, কাঁকরোল, বরবটি, শিম, লেবু, জলপাই, সাতকরা, লাউ।

বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, ৭০৪ টন সবজি রপ্তানি বাবদ সরকারের রাজস্ব আদায় হয়েছে দুই লাখ ৩২ হাজার টাকা।

এক যুগ ধরে মধ্যপ্রাচ্যে সবজি রপ্তানির সঙ্গে জড়িত প্রভা জেনারেল ট্রেডিং।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম নিউজবাংলাকে বলেন, ‘মধ্যপ্রাচ্যে যাওয়া সবজির বড় ক্রেতা প্রবাসীরা। কিন্তু করোনায় অনেক প্রবাসী চাকরি হারিয়েছেন। তাদের আর্থিক অনটনের প্রভাব পড়েছে সবজি রপ্তানিতে।’

শাহ আমানত বিমানবন্দরের সবজি রপ্তানিকারকদের প্রতিনিধি লিটন চৌধুরীও জানান, করোনার কারণে চাহিদা কমে যাওয়ায় রপ্তানি কমে গেছে।

উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশের সবজির বড় বাজার মধ্যপ্রাচ্যের কাতার, সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের যুক্তরাজ্য, ইতালি ও ফ্রান্স। এ ছাড়া বাহরাইন, ওমান, মালয়েশিয়া, সুইডেন, কানাডা, জার্মানিসহ বিভিন্ন দেশেও মাঝে মাঝে কিছু সবজি রপ্তানি হয়।

এ বিভাগের আরো খবর