বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিডিংয়ে অতিরিক্ত দর হাঁকায় শাস্তি

  •    
  • ৩১ ডিসেম্বর, ২০২০ ২০:৪০

বিএসইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব যোগ্য বিনিয়োগকারী কাট-অফ প্রাইসের ২০০ শতাংশের অধিক দাম বিড করেছেন তাদের পরবর্তী তিনটি আইপিওতে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়।

পুঁজিবাজারে সম্প্রতি বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্ত হওয়া ও হতে যাওয়া পাঁচ কোম্পানির বিডিংয়ে অংশ নেয়ার সময় অতিরিক্ত দর হাঁকায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শাস্তি দিয়েছে বিএসইসি।বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৫তম কমিশন সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বিএসইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রি লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, মীর আক্তার হোসেন লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) ও ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিডিংয়ে যেসব যোগ্য বিনিয়োগকারী কাট-অফ প্রাইসের ২০০ শতাংশের অধিক দাম বিড করেছেন তাদের পরবর্তী তিনটি আইপিওতে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়।কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিডিংয়ে ১৫০-২০০ শতাংশের বেশি বিড করা যোগ্য বিনিয়োগকারীদের দুটি এবং ১০০-১৫০ শতাংশের বেশি বিড করা বিনিয়োগকারীদের একটি আইপিওতে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

বুক বিল্ডিং পদ্ধতিতে মূলত বিডিংয়ের (নিলাম) মাধ্যমে শেয়ার দর নির্ধারণ হয়। এ প্রক্রিয়ায় অংশ নেন প্রাতিষ্ঠানিক বা যোগ্য বিনিয়োগাকরীরা। পাবলিক ইস্যু রুলস অনুযায়ী, নিলামে নির্ধারিত কাট-অফ প্রাইসের চেয়ে বেশি দর প্রস্তাবকারীদের প্রস্তাবিত দামেই শেয়ার কিনতে হয়।

পুঁজিবাজারে বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু করা ওয়ালটনের নিলামে ২৩৩ জন যোগ্য বিনিয়োগকারী অংশ নেন। নিলামে একটি শেয়ারের সর্বোচ্চ দাম উঠে ৭৬৫ টাকা এবং সর্বনিম্ন ১২ টাকা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে সম্প্রতি আইপিও কার্যক্রম শেষ করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ও মীর আক্তার লিমিটেড।

গত ১৮ নভেম্বর বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। ২৩ ডিসেম্বর অনুমোদন পেয়েছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ।

এ বিভাগের আরো খবর