২০১৯ সালে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হিসাব সংশোধন করেছে চীন।
শুরুতে প্রবৃদ্ধি ৬.১ শতাংশ দেখানো হলেও নতুন হিসাব বলছে, ওই বছর প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশ।
সংশোধিত হিসাব অনুযায়ী, গত বছরের জিডিপির আকার আগের হিসাবের চেয়ে ৪৩৫ বিলিয়ন ইউয়ান কম।
চীনে অর্থবছর ধরা হয় পয়লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। চলতি বছরের জানুয়ারিতে আগের বছরের হিসাব প্রকাশ করা হয়েছিল।
বুধবার চীনের পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত হিসাব অনুযায়ী, ২০১৯ সালে চীনের জিডিপির আকার ছিল ৯৮.৭ ট্রিলিয়ন ইউয়ান।
চীন প্রায়ই জিডিপির সরকারি হিসাবে সামান্য সংশোধন আনে।
গত কয়েক দশকের মধ্যে প্রথম বারের মতো ২০২০ সালে জিডিপির প্রবৃদ্ধির কোনো লক্ষ্যমাত্রা প্রকাশ করেনি দেশটি।
বছরের শুরু থেকে করোনা মহামারি সামাল দিতে হচ্ছে চীনকে। এতে দেশটির শিল্প কারখানায় উৎপাদন অনেক কমে এসেছিল। তবে সেই পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি।
এ বছর বিশ্বের একমাত্র বড় অর্থনীতির দেশ হিসেবে চীনের প্রবৃদ্ধি ২ শতাংশ হারে বাড়ার পূর্বাভাস দিয়েছেন অর্থনীতিবিদরা।