ব্যক্তিশ্রেণির করদাতার আয়কর রিটার্ন জমার শেষ সময় বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর)। কিন্তু ওই দিন ব্যাংক হলিডের কারণে কোনো লেনদেন হবে না। ফলে রিটার্নের সঙ্গে করের টাকা জমা দিতে পারবেন না করদাতারা।
বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড –এনবিআর বলেছে, ৩১ ডিসেম্বর যেহেতু ব্যাংক বন্ধ থাকবে। তাই, একদিন আগেই ৩০ ডিসেম্বর বুধবার আয়করের চালান কিংবা পে-অর্ডারের কাজ সেরে ফেলতে হবে করাদাতাদের।
মঙ্গলবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু'মেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। ওই দিন ব্যাংক হলিডে হওয়ায় সব ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে।
এ অবস্থায় আয়কর দেয়া সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম ৩০ ডিসেম্বর বুধবারের মধ্যে সম্পন্ন করার জন্য করদাতাদের অনুরোধ করা যাচ্ছে।
গত ৩০ নভেম্বর ছিল ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন জমার শেষ সময়। করোনা মহামারির কারণে করদাতাদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থায় সময় এক মাস বাড়ানো হয়।
সময় আর বাড়ানো হবে কিনা এ বিষয়ে এনবিআর থেকে কিছু জানোনো হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা নিউজবাংলাকে বলেন, এখন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেই।