বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রণোদনার কৃষিঋণ বিতরণের সময় বাড়ল তিন মাস

  •    
  • ২৯ ডিসেম্বর, ২০২০ ১৮:৩৮

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে প্রণোদনার কৃষিঋণ বিতরণের সময় বাড়িয়েছে তিন মাস। আগে এই সময়সীমা ছিল চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। নতুন সীমায় তা ৩১ মার্চ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

করোনা মহামারিতে অর্থনীতিকে গতিশীল রাখতে কৃষি খাতের প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণের সময় আরও তিন মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময়সীমায় আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত কৃষিঋণ বিতরণ করা হবে।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে তা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিমটি সুষ্ঠভাবে বাস্তবায়নের লক্ষ্যে ব্যাংকের গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণের সীমা ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ান হলো।

আগে এই ঋণ বিতরণের সময়সীমা ছিল চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

করোনাভাইরাসের কারণে কৃষি খাতের লোকসান কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ খাতে স্বল্প সুদে চলতি মূলধন ঋণ বিতরণের লক্ষে গত ১৩ এপ্রিল ৫ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক।

মাত্র ৪ শতাংশ সুদে গ্রাহকরা এই প্যাকেজ থেকে ঋণ পাচ্ছেন। তবে প্যাকেজটির ঋণ বিতরণের অগ্রগতি সন্তোষজনক নয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

সম্প্রতি এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির জানান, কৃষিখাতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ফসল বহির্ভূত খাতে নভেম্বর পর্যন্ত দুই হাজার ৬৮০ কোটি টাকার ঋণ অনুমোদন হয়েছে। বিতরণ হয়েছে দুই হাজার ৫৬৬ কোটি টাকা। বিতরণের হার ৫১ দশমিক ০৩ শতাংশ। এই ঋণের সুবিধা পেয়েছেন এক লাখ পাঁচ হাজার ৪২৭ জন।

এ বিভাগের আরো খবর