সম্ভাবনাময় এলাকাগুলোতে নতুন নতুন শিল্পনগরী স্থাপনে বিসিকের কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
মঙ্গলবার সকালে বিসিকের প্রথম শ্রেণির নবীন কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়েছিলেন প্রতিমন্ত্রী।
বিসিকের ২৫ জন নবীন কর্মকর্তা ২১ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নেন।
প্রতিমন্ত্রী চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর শিল্পায়নের অভিযাত্রা জোরদারে বিসিকের নবীন কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, ‘নবীন কর্মকর্তাদের কর্মস্থলে উদ্যোক্তাদের যথাযথ সেবা প্রদান করার সক্ষমতা অর্জন করতে হবে।’
শিল্পনগরীতে প্লট বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, ‘শিল্পনগরীসমূহের জমি পরিপূর্ণভাবে উন্নয়ন করার পরই প্লট আকারে উদ্যোক্তাদের বরাদ্দ করতে হবে। সেখানে শিল্প কারখানা পরিচালনায় প্রয়োজনীয় সকল পরিষেবা অবশ্যই নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এসএমই নীতিমালা-২০১৯-এর লক্ষ্য অনুসারে জিডিপিতে এসএমই খাতের অবদান ২০২৪ সালে ৩২ ভাগে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’
অনুষ্ঠানে বিসিকের চেয়ারম্যান মো. মোস্তাক হাসান বলেন, নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিসিক মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। বিসিকের শিল্পনগরীগুলোতে বিদেশি উদ্যোক্তাদের নতুন বিনিয়োগের প্রস্তাবও করা হচ্ছে।
অনুষ্ঠানে বিসিকের পরিচালক খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন করপোরেশনের চেয়ারম্যান মো. মোস্তাক হাসান।