পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
এ দিন ডিজিটাল প্ল্যাটফর্মে এই ড্র অনুষ্ঠিত হবে বলে কোম্পানিটি থেকে জানানো হয়েছে।
বুক বিল্ডি পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে এনার্জিপ্যাক। এ পদ্ধতিতে নিলামের মাধ্যমে শেয়ারের দাম ঠিক করা হয়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৪৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
প্রতিটি শেয়ারের দাম ৩৫ টাকা (কাট-অব প্রাইস) নির্ধারণ করা হয়েছে। ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৭৬৬টি শেয়ার ইস্যু করে ৭০ কোটি ৫১ লাখ ৩৬ হাজার ৮১০ টাকা সংগ্রহ করেছে এনার্জিপ্যাক।
সংগৃহিত অর্থ কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে।
কোম্পানির ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য দাঁড়িয়েছে ৪৫ দশমিক ১৫ টাকা এবং শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ দশমিক ১৩ টাকা।
কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট।