বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছয় মাসের মধ্যে শক্তিশালী পুঁজিবাজার

  •    
  • ২৪ ডিসেম্বর, ২০২০ ১৫:৪৬

‘বর্তমান কমিশন অনেক সক্রিয়। হঠাৎ করে কোনো শক্তি যেন পুঁজিবাজারকে ফেলে দিতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখছি। আমরা বিনিয়োগকারীদের সুরক্ষায় কাজ করছি।’

পুঁজিবাজারের স্থিতিশীলতা নিয়ে আর ভয় নেই বলে আশ্বস্ত করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

বলেছেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এই স্থিতিশীলতা আরও জোড়ালো হবে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘বর্তমান কমিশন অনেক সক্রিয়। হঠাৎ করে কোনো শক্তি যেন পুঁজিবাজারকে ফেলে দিতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখছি। আমরা বিনিয়োগকারীদের সুরক্ষায় কাজ করছি।’

বৃহস্পতিবার বিএসইসি সম্মেলন কক্ষে বাংলাদেশে করোনা মোকাবেলায় পুঁজিবাজারের অবদান বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছিলেন শিবলী রুবাইয়াত।

ব্যাণিজ্য প্রতিদিনের উদ্যোগে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আমরা আইপিও দিচ্ছি, আরও আইপিও দেব। এতে পুঁজিবাজারের গভীরতা বাড়ছে। তবে যদি কখনও দেখা যায় এতে বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে আমরা তা পরিবর্তন করব।’

২০১০ সালে পুঁজিবাজারে ধসের পর গত এক দশকেও বাজার আগের অবস্থানে যেতে পারেনি। বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম অভিহিত মূল্যের চেয়ে নিচে নেমে গেছে। বিশেষ করে ব্যাংকের শেয়ারের দর একেবারেই তলানিতে পড়ে গেছে। আর বাজার মূলধনে ব্যাংকের শেয়ারের অবদান বেশি। ফলে সূচক এখনও পাঁচ হাজারের মধ্যে রয়ে গেছে।

তবে গত ১৭ মে শিবলী রুবাইয়াতকে প্রধান দরে বিএসইসি পুনর্গঠনের পর থেকে বাজারে অনেকটাই গতি ফিরেছে। বুধবার তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন দেখেছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ। এই সেমিনার চলাকালে সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থান দেখা গেছে।

চলতি সপ্তাহ জুড়েই পুঁজিবাজারে ছিল ইতিবাচক মনোভাব। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচব বেড়েছে প্রায় একশ পয়েন্ট

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আমরা যখর দায়িত্ব গ্রহণ করি তখন কোভিড শুরু হয়েছে। তখন পুঁজিবাজার আড়াই মাস বন্ধ ছিল। এর মধ্যে ও আমরা কাজ করেছি। মূলত অর্থনীতিকে সচল রাখতে কাজ করেছি।

‘সরকার কোভিড সময়ে সাপ্লাই চেইনে যে দূরদর্শিতা দেখিয়েছেন তা আমরা এখন বিভিন্ন সূচকের মাধ্যমে দেখতে পারছি। আমরা অর্থনৈতিকভাবে সফলতা পাচ্ছি।’

কাজ করতে গেলে ভুল হতে পারে উল্লেখ করে শিবলী রুবাইয়াত বলেন, ‘আমরা তো ফেরেশতা না, যে আমাদের ভুল হবে না। আমাদের ভুলগুলো মিডিয়া ধরিয়ে দেবে এটাই প্রত্যাশা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান।

প্যানেল আলোচনায় ছিলেন ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠান বিডি ফ্যাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স আ্যাসেসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান, সিএমজেএফ সভাপতি হাসান ইমাম রুবেল ও সেক্রেটারি মনির হোসেন।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

বক্তারা বলেন, জযেন্ট স্টকে লক্ষাধিক কোম্পানি তালিকাভুক্ত থাকলেও স্টক মার্কেটে শতাধিক কোম্পানি তালিকাভুক্তি। এ সব কোম্পানিকে পুঁজিবাজারে আনতে হলে নতুন নতুন প্রোডাক্ট চালু করতে হবে। বিশেষ করে নন লিস্টেট ও লিস্টেট কোম্পানির মধ্যে করপোরেট ট্যাক্সের পার্থক্য বাড়াতে হবে।

এ বিভাগের আরো খবর