সব ধরনের আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে রাজধানীর মধ্য বাড্ডার প্রগতি সরণিতে শাখা চালু করেছে পদ্মা ব্যাংক।
র্যাংগস আরএল স্কয়ার প্লট খ-এর দ্বিতীয় তলায় চালু হয় শাখাটি।
এ নিয়ে পদ্মা ব্যাংকের শাখার সংখ্যা দাঁড়াল ৫৮টিতে।
বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে শাখার উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ফয়সাল আহসান চৌধুরী।
এ সময় পদ্মা ব্যাংকের বিজনেস হেড জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) মো. আহসান উল্লাহ খান, আরএমডি অ্যান্ড ল’ হেড ফিরোজ আলম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে ফয়সাল আহসান চৌধুরী বলেন, করোনা মহামারির মধ্যেও পদ্মা ব্যাংক তাদের গ্রাহকদের শতভাগ সেবা দিয়েছে। ব্যাংকটির প্রতিটি শাখাই এই সময়ে খোলা ছিল। ফলে বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স তুলতে গ্রাহকদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি।
মধ্য বাড্ডার গ্রাহকদের ব্যাংকিং সুবিধা দিতে পদ্মা ব্যাংকের প্রগতি সরণি শাখাটি দ্রুত সময়ের মধ্যে চালু করা হয়েছে বলেও জানান তিনি।
পদ্মা ব্যাংকের প্রগতি সরণি শাখার উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে রেমিট্যান্স সেবা। এ ছাড়া নগদ লেনদেন সুবিধা, অর্থ স্থানান্তর, গ্যাস-বিদ্যুৎ বিল গ্রহণ, ডেবিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিংসহ সব ধরনের সাধারণ ব্যাংকিং সেবা পাওয়া যাবে শাখাটি থেকে।