করোনাভাইরাসে আক্রান্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেম মারা গেছেন।
তার ছেলে শওকত আজিজ রাসেল নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এম এ হাসেম বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শওকত আজিজ রাসেল বুধবার বিকেলে নিউজবাংলাকে জানিয়েছিলেন তার বাবার অবস্থা সংকটাপন্ন।
তিনি বলেছিলেন, ‘বাবাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন, উনার অবস্থা সংকটাপন্ন।’
করোনা পজিটিভ হওয়ার পর ৭৮ বছর বয়সী হাসেমকে গত ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন ধরে অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে আসায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।