করোনার মধ্যে দেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে এবং তা সঠিক পথেই চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বৈঠকে নেপালে সার রপ্তানিসহ পাঁচটি দরপ্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
দেশের অর্থনীতির অগ্রগতির প্রশংসা করে মুস্তফা কামাল বলেন, ‘এই সময়ে সারা বিশ্বে কোথাও প্রবৃদ্ধি খুঁজে পাওয়া যাবে না। ব্যতিক্রম বাংলাদেশে। আমাদের এখানে সব খাতই ভালো করছে। প্রবৃদ্ধি হচ্ছে। এটা আল্লাহর অশেষ রহমত।’ এই সাফল্যের জন্য দেশের জনগণকে কৃতিত্ব দেন তিনি।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘অনেকেই শঙ্কা প্রকাশ করেন, সংশয়ে আছেন। কিন্তু আমি বলছি, আমাদের অর্থনীতি অনেক অনেক বেশি ভালো অবস্থানে। যেটা কেউ চিন্তা করতে পারেনি। তাই ঘাবড়ানো বা নার্ভাস হওয়ার কিছু নেই।’ অর্থমন্ত্রীর বিশ্বাস এ ধারা অব্যাহত থাকবে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা অনুযায়ী বাজেট দিয়েছি। ২০২০ সাল কদিন পরেই শেষ হবে। সে অনুযায়ী আমরা পর্যালোচনা করছি।’
‘পর্যালোচনা অনুযায়ী আমাদের যেখানে যেখানে পুনরুদ্ধার (রিকাস্ট) করা দরকার, সেখানে তা করা হবে। আমরা এখনও আশাহত না’- বলেন মুস্তফা কামাল।