পুঁজিবাজারে শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রসপেক্টাস ছাপার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড অ্যাক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার বিএসইসির ৭৫৪তম সভায় কোম্পানিটিকে এই অনুমোদন দেয়া হয়।
সভায় জানানো হয়, বুক বিল্ডিং পদ্ধতিতে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এ জন্য প্রতিটি শেয়ারের দর ঠিক হয় ৬২ টাকা। তবে নিয়ম অনুযায়ী সাধারণ বিনিয়োগকারীরা ২০ শতাংশ কম দামে ৫০ টাকায় শেয়ার কিনতে পারবেন।
বুক বিল্ডিং পদ্ধতিতে নিলামের মাধ্যমে শেয়ারের দাম ঠিক করা হয়। এ প্রক্রিয়ায় অংশ নেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।
১ নভেম্বর কোম্পানিটির প্রান্ত মূল্য বা কাট-অফ প্রাইস নির্ধারণের নিলাম শুরু হয়। চলে ৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
নিলামে সর্বোচ্চ ৬১ টাকা আর সর্বনিম্ন ৫১ টাকা দর প্রস্তাব করেন অংশগ্রহণকারীরা। সবচেয়ে বেশি ১৬ জন ৬১ টাকা এবং ৫১ টাকা করে দর প্রস্তাব করেন ১২ জন। তাদের প্রস্তাবিত দরের গড়ের ভিত্তিতে নির্ধারণ করা হয় কাট অফ প্রাইস।
পাবলিক ইস্যু নিয়ম অনুযায়ী নিলামে নির্ধারিত কাট অফ প্রাইসের চেয়ে বেশি দর প্রস্তাবকারীদের তাদের প্রস্তাবিত দামেই শেয়ার কিনতে হবে।
কোম্পানিটির নিলামে অংশ নেয়া যোগ্য বিনিয়োগকারীরাদের মধ্যে ৩৮ লাখ ৯৩ হাজার ২৬৫টি শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ২৪ কোটি ১৩ লাখ ৮২ হাজার ৪৩০ টাকা উত্তোলন করবে।
বাকি ৪৩ লাখ ৬০ হাজার ৩৮৪টি শেয়ার প্রতিটি ৫০ টাকা মূল্যে ইস্যুর মাধ্যমে ২১ কোটি ৮০ লাখ ১৯ হাজার ২০০ টাকা উত্তোলন করবে।
সব মিলিয়ে পুঁজিবাজারে ৮২ লাখ ৫৩ হাজার ৬৪৯টি শেয়ার ছাড়বে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এদিন কমিশন সভায় ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকা নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট, সাব-অর্ডিনেটেড বন্ডেরও অনুমোদন দেয়া হয়।