বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্ধ পাটকল চালু করতে কমিটি

  •    
  • ২৩ ডিসেম্বর, ২০২০ ১৭:২৭

পাটকল চালু করার পরিকল্পনা এগিয়ে নিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নয় সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় ওয়ার্কিং কমিটি করেছে। এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন) আহ্বায়ক ও বিজেএমসির চেয়ারম্যানকে সদস্য-সচিব করা হয়েছে।

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) বন্ধ পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় ইজারায় আবার চালু হতে যাচ্ছে।

পাটকল চালু করার পরিকল্পনা এগিয়ে নিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নয় সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় ওয়ার্কিং কমিটি করেছে। এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন) আহ্বায়ক ও বিজেএমসির চেয়ারম্যানকে সদস্য-সচিব করা হয়েছে।

গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

বুধবার বিজেএমসির তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানান।

কমিটির অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাট), অর্থ বিভাগ, শিল্প, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি এবং জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারের (জেডিপিসি) নির্বাহী পরিচালক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নীতিমালার উপর ভিত্তি করে পরীক্ষা ও বিবেচনার জন্য কমিটি কাজ করবে। এর অংশ হিসেবে কমিটি বিজেএমসির বন্ধ মিলগুলো চালুর লক্ষ্যে দরপত্র/আগ্রহ ব্যক্তকরণ/প্রস্তাব আহ্বান বিজ্ঞপ্তির খসড়া পরীক্ষা ও চূড়ান্ত করবে।

এ ছাড়া বিজ্ঞপ্তির বিপরীতে পাওয়া প্রস্তাব নিষ্পত্তির বিষয়ে কমিটি পরামর্শ দেবে। বেসরকারি ব্যবস্থাপনায় মিল পরিচালনার জন্য সরকারি স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে ও করণীয় সম্পর্কে সুপারিশ দেবে।

সরকারি পাটকলগুলো এখন বন্ধ আছে। এই পরিস্থিতির স্থায়ী সমাধান হিসেবে পাটখাত পুনরুজ্জীবিত করতে কাজ চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজেএমসির নিয়ন্ত্রণাধীন ২৫টি চালু মিলে উৎপাদন গত ১ জুলাই থেকে বন্ধ করে দেয়া হয়। সেই সঙ্গে এসব কারখানায় কর্মরত স্থায়ী শ্রমিক-কর্মচারীদের গ্রাচ্যুইটি, পিএফ ও ছুটি নগদায়নসহ গোল্ডেন হ্যান্ডশেক সুবিধা দিয়ে চাকরির অবসায়ন করা হয়।

এ বিভাগের আরো খবর