বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিদেশে ডিজিটাল বুথ খোলার অনুমোদন পেল ইউসিবি

  •    
  • ২৩ ডিসেম্বর, ২০২০ ১১:৪৫

আগামী বছরের ১৮ জানুয়ারি ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট তাদের বুথ উদ্বোধন করবে বলেন বিএসইসি ও ডিএসই সূত্রে জানা গেছে।

পুঁজিবাজারের ব্যপ্তি বাড়াতে বিদেশে ব্রোকার হাউজের ডিজিটাল বুথ খোলার প্রথম অনুমোদন পেয়েছে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

ডিজিটাল বুথ স্থাপনের আবেদন করেছে পদ্মা ব্যাংক সিকিউরিটিজও।

‘ডিজিটাল বুথ’ স্থাপনের অনুমতি চেয়ে ব্রোকারেজ হাউজ দুটি গত ১৫ ডিসেম্বর ডিএসই ও সিএসইর পাশাপাশি বিএসইসিতেও আবেদন করে। এদের মধ্যে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট দুবাই এবং পদ্মা ব্যাংক সিকিউরিটিজ কানাডায় ব্রোকারেজ হাউজ খোলার আবেদন করে।

আগামী বছরের ১৮ জানুয়ারি ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট তাদের বুথ উদ্বোধন করবে বলেন বিএসইসি ও ডিএসই সূত্রে জানা গেছে। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বুথটি উদ্বোধনের কথা রয়েছে।

বিএসইসির কমিশনার ড. শেখ সামছুদ্দিন আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘দুবাইতে ডিজিটাল বুথ খোলার জন্য আবেদন করেছে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। আরও কয়েকটি আবেদন আছে, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।’

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী সানাউল হক বলেন, ‘বিএসইসির নির্দেশনা দেয়ার পর অনেকগুলো ব্রোকার হাউজ দেশের পাশাপাশি দেশের বাইরেও ডিজিটাল বুথ খোলার আবেদন করেছে। সবগুলো আবেদনই যাচাই করা হচ্ছে।

‘প্রবাসী বিনিয়োগকারীদের অর্থ ডিজিটাল বুথে জমা দেয়ার দিনই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে লেজার হিসেবে তা অন্তর্ভুক্ত হবে। এতে খুব সহজেই বিনিয়োগকারীরা সরাসরি পুঁজিবাজারে লেনদেন করতে পারবেন।’

গত ১৩ ডিসেম্বর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত চিঠিতে ডিজিটাল বুথ খোলার নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সদরে ডিজিটাল বুথ খুলতে পারবে ব্রোকারেজগুলো। বিদেশেও ডিজিটাল বুথ খোলা যাবে।

এ জন্য কমিশনের অনুমোদন পাওয়ার পর স্টক এক্সচেঞ্জকে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। দেশে প্রতিটি বুথের বিপরীতে স্টক এক্সচেঞ্জে এক লাখ টাকা জামানত রাখতে হবে। দেশের বাইরে খুলতে রাখতে হবে ১০ লাখ টাকা।

এ বিভাগের আরো খবর