ভারতের পেট্রাপোল বন্দরে শ্রমিকদের আন্দোলনের কারণে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
সোমবার সকালে পেট্রাপোল বন্দরের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পাচঁ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেয়।
পেট্রাপোল বন্দর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র নিউজবাংলাকে জানান, পেট্রাপোল বন্দরের শ্রমিকরা জীবন-জীবিকা বাঁচাও ব্যানারে আন্দোলন করছেন। এ কারণে ওই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।
দাবিগুলো হলো পরিবহন কুলিদের কাজের পরিবেশ ফেরানো, চালক ও সহকারীদের হেঁটে পেট্রাপোল-বেনাপোল বন্দরের মধ্যে যাতায়াতের ব্যবস্থা করা, সাধারণ ব্যবসায়ী মুদ্রা বিনিময়কারী, পরিবহন, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট, চালক সহকারী ও অন্যান্য এজেন্সি নিরাপত্তার নামে নির্যাতন বন্ধ করা, বাংলাদেশে ২৪ ঘণ্টার মধ্যে পণ্যবাহী গাড়ি খালাস করা ও আধুনিকতার অজুহাতে শ্রমিকদের কাজ থেকে বাদ দেয়া রোধ করা।
বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিংয়ের স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান নিউজবাংলাকে জানান, পেট্রাপোলে শ্রমিকদের আন্দোলনে বেনাপোলে কাজ বন্ধ থাকায় শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
তিনি আরও জানান, সংকট নিরসনে পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ বৈঠকে বসছে।