পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদন দুই মাসের বেশি সময় ধরে বন্ধ।
ভূগর্ভস্থ গ্যাস লাইন সংস্কারের জন্য গত ২ নভেম্বর থেকে ৪৫ দিন কারখানার উৎপাদন বন্ধের ঘোষণা দেয় কোম্পানিটি। রোববার দ্বিতীয় দফায় আরও ৩০ দিন উৎপাদন বন্ধ রাখার কথা জানালো তারা।
কোম্পানির সেক্রেটারি জিয়াউল হক নিউজবাংলাকে বলেন, ‘গ্যাস লাইনের কাজ শেষ না হওয়ায় সময় বাড়ানো হয়েছে। এ সময় বন্ধ থাকবে উৎপাদন। কাজ শেষ হলেই বিনিয়োগকারীদের তা জানানো হবে।’
কোম্পানিটি বেশ কিছুদিন ধরেই নাজুক অবস্থায় রয়েছে। ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো লভ্যাংশও দেয়নি। ওই বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে পাঁচ টাকা ৪৭ পয়সা। আর সম্পদ মূল্য দাঁড়িয়ে ১৫ টাকা ৭৮ পয়সা।
অলটেক্সের পরিশোধিত মূলধন ৫৫ কোটি টাকা, যার ৪০ দশমিক ৭৪ শতাংশের মালিকানা উদ্যোক্তা-পরিচালকরা। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে সাত দশমিক ০২ শতাংশ। ৫২ দশমিক ২৪ শতাংশ শেয়ারই রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
বর্তমানে ‘জেড’ শ্রেণিভুক্ত কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৬ সালে।