কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অ্যাপ ‘ইন্সুমামা’, যার মাধ্যমে তাৎক্ষণিক গ্রাহকরা বিমার হিসাব খোলা, পলিসি দেয়াসহ সব ধরনের সেবা নিতে পারবে।
রোববার এক ভার্চুয়াল সভায় অ্যাপটি পরিচয় করিয়ে দেয় গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘ইন্সুমামা মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের বিমা খাতের গণ-অন্তর্ভুক্তিতে ইতিবাচক ফলাফল আসবে।’
তিনি আরও বলেন, বিমা সুবিধা দিতে সব কোম্পানির প্রযুক্তি নির্ভর হওয়া উচিত।
ভার্চুয়াল সভায় সংযুক্ত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবীর হোসেন।
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টা নাসির উদ্দিন আহমেদ চৌধুরী।
ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী বলেন, ‘সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচিতে অবদান রাখার জন্য ২০১৮ সালে দেশে প্রথমবারের মত ডিজিটাল বিমা সেবা চালু করে গ্রিন ডেল্টা।’
২০১৬ সালে নারীদের জন্য বিশেষায়িত ‘নিবেদিতা’ বিমা সেবার জন্য মোবাইল অ্যাপ চালু করে কোম্পানিটি।