বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিনিয়োগকারীদের ঝোঁক নতুন কোম্পানিতে

  •    
  • ১৮ ডিসেম্বর, ২০২০ ০৯:১০

গেল সপ্তাহের ৪ কার্যদিবসে নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘এন’ ক্যাটাগরির সার্বিক লেনদেনে অংশগ্রহণ ছিল ৫ দশমিক ৮২ শতাংশ, যা আগের সপ্তাহে ছিল ৩ দশমিক ৬৩ শতাংশ। টাকার অংকে গত সপ্তাহের ‘এন’ ক্যাটাগরির গড় লেনদেন ছিল ২১২ কোটি টাকা, আগের সপ্তাহে যা ছিল ১৫১ কোটি টাকা।

পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলোর লেনদেন বেড়েছে। গত সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ২ দশমিক ১৯ শতাংশ বা ৬১ কোটি টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, অন্যান্য কোম্পানির মতো নতুন কোম্পানির শেয়ারের দাম স্থিতিশীল থাকে না। কখনও বাড়ে, কখনও কমে। এই উত্থান-পতনে কোনো কোনো বিনিয়োগকারীরা মুনাফা করতে পারে। তাই নতুন কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে। তবে বছর শেষে লভ্যাংশ দেয়ার পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলোর সার্বিক অবস্থা স্পষ্ট হয়।

গেল সপ্তাহের চার কার্যদিবসে নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘এন’ ক্যাটাগরির সার্বিক লেনদেনে অংশগ্রহণ ছিল ৫ দশমিক ৮২ শতাংশ, যা আগের সপ্তাহে ছিল ৩ দশমিক ৬৩ শতাংশ। টাকার অংকে গত সপ্তাহের ‘এন’ ক্যাটাগরির গড় লেনদেন ছিল ২১২ কোটি টাকা, আগের সপ্তাহে যা ছিল ১৫১ কোটি টাকা।

যে কোনো কোম্পানি এক বছরের কম সময় বা পুঁজিবাজারে প্রথম লভ্যাংশ দেয়ার আগ পর্যন্ত ‘এন’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত থাকে।

চলতি বছর তালিকাভুক্ত এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের লেনদেন শুরু হয় ২৪ আগস্ট ১০ টাকা অভিহিত মূল্যে। সর্বশেষ কার্যদিবস ১৭ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির সর্বোচ্চ শেয়ারের দর ওঠে ৪৪ দশমিক ৭০ টাকা।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের লেনদেন শুরু হয় ১০ টাকা অভিহিত মূল্যে ২ ডিসেম্বর। এই কোম্পানির শেয়ারের দর কমেছে মাত্র একবার; সর্বোচ্চ দাম উঠেছে ৪৩ টাকা।

২৫ অক্টোবর পুঁজিবাজারে লেনদেন শুরু করে অ্যাসোসিয়েটড অক্সিজেন। অভিহিত মূল্য ছিল ১০ টাকা। এই সময়ে কোম্পানিটির সর্বোচ্চ দাম উঠেছে ৬৫ টাকা।

‘বুকবিল্ডিং’ পদ্ধতিতে ২৭ টাকা দরে ২ জানুয়ারিতে লেনদেন শুরু হয় এডিএন টেলিকম লিমিটেডের। লেনদেনে উত্থান-পতন থাকলেও এই সময়ে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম ওঠে ৬০ টাকা।

একই পদ্ধতিতে ২৫২ টাকা দরে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড লেনদেন শুরু করে ২৩ সেপ্টেম্বর, যার সর্বোচ্চ দাম উঠেছে ১০২৬ টাকা।

গত সপ্তাহের সার্বিক লেনদেনে ‘এ’ ক্যাটাগরির অবদান ছিল ৭৬ দশমিক ৬৬ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির অবদান ছিল ১৬ দশমিক ৪৭ শতাংশ।

গেল সপ্তাহে পুঁজিবাজারে ৩৬৫টি কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড ও বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তীত ছিল ৬৫টির।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোম্পানি সেক্রেটারি পার্থ প্রতিম দাস নিউজবাংলাকে বলেন, নতুন কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের প্রত্যাশা থাকে বেশি। এ কারণেই হয়তো নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলোতে বিনিয়োগও হয় বেশি।

ইউনিয়ন ক্যাপিটালের তৌহিদুল ইসলাম বলেন, পুঁজিবাজারে অনেক বিষয় জড়িত। সার্বিক অর্থনীতি, আর্থিক প্রতিবেদন, কোম্পানির অবস্থা- এগুলো যখন বিনিয়োগকারীরা সঠিকভাবে যাচাই করতে পারেন, তখনই বিনিয়োগ ঝুঁকি কমে আসে। তা না হলে পুঁজিবাজার ভালো হচ্ছে, এটা সাময়িক বিষয়ে রূপ নেবে। পুঁজিবাজার নিয়ে যে আস্থাহীনতা ছিল তা আবার ফিরে আসবে।

গেল সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের তুলনায় ১৩ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১০৮ পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে বেড়েছে ২৩ দশমিক ৪৬ পয়েন্ট। শরিয়াহ ভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক একই সময়ে বেড়েছে ১০ দশমিক ৫৭ পয়েন্ট।

ডিএসইর বাজার মূলধন আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ১ দশমিক ৫৪ শতাংশ। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ১০ হাজার ৬১৭ কোটি টাকা, যা বেড়ে হয়েছে ৪ লাখ ১৬ হাজার ৯৪৭ কোটি টাকা।

গত সপ্তাহে দেশের প্রধান এই পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৬৫৯ কোটি টাকা, আগের সপ্তাহে যা ছিল ৪ হাজার ১৭৩ কোটি। এ হিসাবে সার্বিক লেনদেন কমেছে, যেখানে নতুন কোম্পানিগুলোর লেনদেন হয়েছে ২১২ কোটি টাকার।

এ বিভাগের আরো খবর