বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে ৯০০ বিলিয়ন ডলার সহায়তা পাসের চেষ্টা

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২০ ১৪:০৮

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দেশটির রাজনীতিকরা বিলটি পাসে জোর দিচ্ছেন।

করোনাভাইরাসসৃষ্ট সংকট মোকাবিলায় ৯০০ বিলিয়ন ডলারের ত্রাণ বিল পাসে ট্রাম্প প্রশাসনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস।

স্থানীয় সময় বুধবার বিপর্যস্ত নাগরিকদের জরুরি ভিত্তিতে সহায়তায় বিল নিয়ে আলোচনা হয় কংগ্রেসে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ৯০০ বিলিয়ন ডলারের ওই বিলে এক জন নাগরিককে এককালীন ৬০০ ডলার, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানকে ভর্তুকি, এক সপ্তাহ ধরে চাকরিচ্যুতদের ৩০০ ডলার করে সুবিধা দেয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া টিকা বিতরণে তহবিলের কথাও বলা হয় বিলে।

তবে বিলে উল্লেখিত নির্দিষ্ট কিছু শর্তের বিষয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের আলোচনা এখনও শেষ হয়নি।

ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষ সিনেটর চাক শুমার বলেন, ‘বিলটি শিগগিরই পাস হতে যাচ্ছে।’

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দেশটির রাজনীতিকরা বিলটি পাসে জোর দিচ্ছেন।

দেশটির জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে তিন লাখ ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে। এক কোটি ৬৯ লাখ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রে মার্চ ও এপ্রিলে দুই কোটি ২০ লাখ কর্মজীবীদের মধ্যে এক কোটি মানুষ চাকরি হারান।

দেশটির সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, ‘এ মুহূর্তে দেশ কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত ১০০ বছরেও এমন পরিস্থিতির মুখে পড়িনি আমরা।’

ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর জো ম্যানচিন বলেন, ‘দুর্দশাগ্রস্তদের সহায়তার চেষ্টা করছি। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারের পথ খোঁজার চেষ্টা করছি আমরা।’

এ বিভাগের আরো খবর