আন্তর্জাতিক মানের স্টক এক্সচেঞ্জ গঠন করতে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (এপিআই)যুক্ত হতে ব্যবহারকারীর গ্রহণযোগ্যতা পরীক্ষা (ইউএটি) চুক্তির আওতায় আসলো আরও দুটি ব্রোকারেজ হাউজ।
এগুলো হলো শাকিল রিজভী স্টক লিমিটেড এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স (বিডি) লিমিটেড।
মঙ্গলবার এপিআই ইউএটি চুক্তির ধারাবাহিকতায় ডিএসইর প্রোডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সৈয়দ আল আমিন রহমানের তত্ত্বাবধানে এই দুই ব্রোকারেজ হাউজের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি সই হয়।
ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাকিল রিজভী এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স (বিডি) লিমিটেডের উপদেষ্টা নাফিজ আল তারিফ, এফআরএম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
এ সময় ডিএসইর বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই হচ্ছে অনেকগুলো ফাংশনের সমষ্টি। এটি একটি ইন্টারফেস, যা কোনো কম্পিউটার লাইব্রেরি অথবা অ্যাাপ্লিকেশান অন্য অ্যাপ্লিকেশনকে বিভিন্ন সার্ভিস দেয়ার উদ্দেশ্যে বা ডাটা বিনিময়ের কাজ করে। অন্য কোনো প্রোগ্রাম এই সফটওয়্যারের সাথে যুক্ত করতে চাইলে এপিআই-এর মাধ্যমে যুক্ত হতে হবে।
ইতিমধ্যে ২৫টি ব্রোকারেজ হাউজ নাসডাকের (নিউইর্য়ক স্টক এক্সচেঞ্জ) ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিতে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) মাধ্যমে লেনদেন করতে ডিএসইতে আবেদন করেছে।
এর আগে লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, ডিরেক্ট এফএন লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, কোয়ান্ট বাংলাদেশ লিমিটেড ডিএসইর সাথে এপিআই ইউএটি চালুর ত্রিপক্ষীয় চুক্তি করে।