পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন পেয়েছে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার কোম্পানিটির এ প্রস্তাব অনুমোদন দেয়।
কোম্পানিটি ১:১ (একটি শেয়ারের বিপরীতে একটি শেয়ার) অনুপাতে রাইট শেয়ার ছাড়বে। এর মাধ্যমে তারা তুলবে ৫৪ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৫১০ টাকা।
এজন্য শেয়ার ছাড়বে তিন কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৮৩৪টি।
কোম্পানির মূলধন ভিত্তি বাড়াতে বিদ্যমান শেয়ারহোল্ডারদের মাঝে নতুন করে যে ছাড়া হয় সেটিই মূলত রাইট শেয়ার।
ন্যাশনাল পলিমারের প্রতিটি রাইট শেয়ারের মূল্য হবে ১৫ টাকা। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে প্রিমিয়াম নেয়া হবে পাঁচ টাকা।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোম্পানির সেক্রেটারি আবুল মালেক নিউজবাংলাকে বলেন, ‘কোম্পানির ব্যবসা সম্প্রসারণের জন্য এ টাকা ব্যয় করা হবে।’
মূলত উৎপাদন ক্ষমতা বাড়াতে জমি ক্রয় ও উন্নয়ন, মূলধনী যন্ত্রপাতি আমদানি ও ব্যাংক ঋণ পরিশোধের লক্ষ্যে রাইট শেয়ার ছাড়ছে ন্যাশনাল পলিমার।
কোম্পানিটি এর আগেও ২০০৯ সালে ২:১ ( দুটির বিপরীতে একটি) অনুপাতে রাইট শেয়ার ছেড়েছিল।
২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (পুনর্মূল্যায়নসহ) দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৯৮ টাকা। এ সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) চার টাকা ২৫ পয়সা।
১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ শ্রেণিভুক্ত কোম্পানিটি। বর্তমান এটির পরিশোধিত মূলধন ৩৬ কোটি টাকা, যার ৪৩ দশমিক ১১ শতাংশের মালিকানা উদ্যোক্তা-পরিচালকদের।
কোম্পানিটির রাইট ইস্যুর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।