বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শীর্ষে মিউচ্যুয়াল ফান্ড, পতনে সিরামিক খাত

  •    
  • ১৫ ডিসেম্বর, ২০২০ ১৯:৪৫

মঙ্গলবার লেনদেন শেষে তালিকাভুক্ত ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৩৪টির, দাম অপরিবর্তিত ছিল দুইটির। তবে দাম কমেছে একটি মিউচ্যুয়াল ফান্ডের।

মঙ্গলবার পুঁজিবাজারের লেনদেন শেষে খাত ভিত্তিক সবচেয়ে ভালো অবস্থানে ছিল মিউচ্যুয়াল ফান্ড। আর সবচেয়ে পতনের মধ্যে ছিল তালিকাভুক্ত সিরামিক খাত।

পুঁজিবাজার ভালো থাকলে, মিউচ্যুয়াল ফান্ডের দাম বাড়বে এটাই স্বাভাবিক। কারণ মিউচ্যুয়াল ফান্ড পরিচালিত হয় ফান্ড ম্যানেজারদের দ্বারা। তাদের পোর্টফোলিওতে থাকা শেয়ারের দাম যখন ভালো অবস্থায় থাকে, তখনই মিউচ্যুয়াল ফান্ড ভালো অবস্থায় থাকবে মন্তব্য বাজার বিশ্লেষকদের।

লেনদেন শেষে তালিকাভুক্ত ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৩৪টির, দাম অপরিবর্তিত ছিল দুইটির। তবে দাম কমেছে একটি মিউচ্যুয়াল ফান্ডের।

অপরদিকে পতনে থাকা সিরামিক খাতের পাঁচটি কোম্পানির মধ্যে দাম কমেছে তিনটির এবং দাম অপরিবর্তিত ছিল দুটি কোম্পানির। অর্থাৎ এদিন সিরামিক খাতের কোনো কোম্পানির শেয়ারের দাম বাড়েনি।

বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির লিমিটেডের কোম্পানির সেক্রেটারি মুন্সি আবু নাসের নিউজবাংলাকে বলেন, মিউচ্যুয়াল ফান্ড হচ্ছে পুঁজিবাজারের প্রাণ। কিন্তু আমাদের পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ডকে সেভাবে গুরুত্ব দেয়া হয় না। কয়েক মাস ধরে যে পুঁজিবাজার স্থিতিশীল আছে, তার প্রমাণ মিউচ্যুয়াল ফান্ডের ঊর্ধ্বমুখী অবস্থা।

তিনি বলেন, মিউচ্যুয়াল ফান্ড ম্যানেজ করেন ফান্ড ম্যানেজাররা। তারা যতটা দক্ষতার সঙ্গে বাজার থেকে সিকিউরিটিজ কিনে তাদের পোর্টফোলিওতে রাখতে পারবেন, মিউচ্যুয়াল ফান্ড ততই ভালো করবে। কারণ পোর্টফোলিওতে যে শেয়ার থাকে, সেগুলো পুঁজিবাজারে লেনদেন হয়, সেগুলোর দাম যখন বাড়বে কমবে, তার প্রভাব মিউচ্যুয়াল ফান্ডের ওপর পড়বে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে ছিল সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। এই ফান্ডের দাম বেড়েছে ১০ শতাংশ। গেল ১৩ ডিসেম্বরর ফান্ডের প্রতিটি ইউনিটের দাম ছিল ১৯ দশমিক ৯ টাকা।

সর্বশেষ মঙ্গলবার লেনদেন শেষে ইউনিট প্রতি দাম দাঁড়িয়েছে ২২ টাকায়। এছাড়া এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের দাম বেড়েছে ৫ দশমিক ১৫ শতাংশ। এ ছাড়া সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান–এর দাম বেড়েছে ৪ দশমিক ১৭ শতাংশ। গ্রামীন ওয়ান: স্কীম টু মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে ২ দশমিক ৪৮ শতাংশ।

মঙ্গলবার বিনিয়োগকারীদের আগ্রহের বাইরে থাকা সিরামিক খাতের ৫টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দাম কমেছে শাইনপুকুর সিরামিক লিমিটেডের দশমিক ৮০ টাকা। আরএকে সিরামিক, ফুয়াং সিরামিকের দাম কমেছে। দাম আগের মতোই আছে মুন্নু সিরামিক ও স্ট্যান্ডার্ড সিরামিকের ইন্ডাস্ট্রিস লিমিটেডের।

লেনদেন শেষে মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ দশমিক ৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১২৩ পয়েন্টে। শরিয়াহ ভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক আগের দিনের তুলনায় ৬ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৫ পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস ৩০ সূচক ৭ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮০৬ পয়েন্টে। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৯৭০ কোটি টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৫টির শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড ও বন্ডের। দাম কমেছে ১৫৯টির এবং দাম অপরিবর্তিত ছিল ৭২ টির।

ক্রমাগতভাবে দাম বাড়তে থাকা ইউনিলিভার কনস্যুমার কেয়ার বাংলাদেশ লিমিটেডের শেয়ারের দাম ডাক্কা লেগেছে মঙ্গলবার। আগের দিনের তুলনায় দাম কমেছে ১৯২ টাকা। যদিও গেল ২৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ক্রমাগতভাবে বেড়েছে এই কোম্পানির শেয়ারের দাম। ২৯ অক্টোবার এই কোম্পানির শেয়ার প্রতি দাম ছিল ২ হাজার ২৫৬ টাকা। ১৪ ডিসেম্বরে পর্যন্ত দাম বেড়ে হয়েছে ৩ হাজার ৮০০ টাকা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ইউনিলিভার কনস্যুমার কেয়ার বাংলাদেশ লিমিটেডের কোম্পানির সেক্রেটারি মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা নিউজবাংলাকে বলেন, ‘দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই। এ ছাড়া আমাদের কোম্পানির পক্ষ থেকেও কোনো অপ্রকাশিত তথ্য নেই যাতে শেয়ারের দাম বাড়তে পারে। বিষয়টি ইতিমধ্যে ডিএসই ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর