ফেব্রুয়ারি মাস থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান পরিবহন প্রতিষ্ঠান ইউএস বাংলা।
মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা থেকে দুবাইয়ে প্রতিদিন একটি করে ফ্লাইট চালু করা হবে। এছাড়াও খুব শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতেও ফ্লাইট চালু করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন বছরের শুরুতে মালদ্বীপের মালে ও শ্রীলংকার কলম্বোতেও ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে প্রায় দশ লাখ বাংলাদেশি বাস করছেন। এছাড়া পর্যটনের জন্যও প্রচুর বাংলাদেশি সেখানে যান।