বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিজার্ভ ৪ হাজার ২০০ কোটি ডলার ছাড়াল

  •    
  • ১৫ ডিসেম্বর, ২০২০ ১৬:৫৫

বিজয় দিবসের আগের দিন সবশেষ অঙ্ক দাঁড়িয়েছে চার হাজার ২০০ কোটি (৪২ বিলিয়ন) ডলার। এটি বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত সর্বোচ্চ।

করোনা মহামারির মধ্যেও বিদেশি মুদ্রার রিজার্ভ বেড়েই চলেছে। বিজয় দিবসের আগের দিন সবশেষ অঙ্ক দাঁড়িয়েছে চার হাজার ২০০ কোটি (৪২ বিলিয়ন) ডলার। এটি বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত সর্বোচ্চ।

মঙ্গলবার দুপুরের মধ্যেই রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার ছাড়ায় বলে নিউজবাংলাকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। এই রিজার্ভ দিয়ে প্রায় ১১ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলেও জানান তিনি।

ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত রেমিট্যান্সের ওপর ভর করেই রিজার্ভ এই অবস্থানে পৌঁছেছে। এ ছাড়া বিদেশি ঋণ সহায়তা ও রফতানি আয়ের ইতিবাচক ধারা রিজার্ভ বাড়াতে ভূমিকা রেখেছে।

গত ২৮ অক্টোবরে রিজার্ভ প্রথমবারের মতো ৪১ বিলিয়ন ডলার ছাড়ায়। এর মাত্র মাত্র তিন সপ্তাহ আগে অর্থাৎ গত ৮ অক্টোবর রিজার্ভ চার হাজার ডলারের ঘর অতিক্রম করেছিল।

এ নিয়ে মাত্র ছয় মাসের ব্যবধানে ১০ বার রেকর্ড হয় রিজার্ভে।

গত অর্থবছরের শুরু থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোতে দুই শতাংশ প্রণোদনা দিচ্ছে সরকার। এই প্রণোদনা দেয়ার ফলে ২০১৯-২০ অর্থবছরের প্রতি মাসেই রেমিট্যান্স বাড়তে থাকে।

গত অর্থবছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলে রেমিট্যান্সের গতি কিছুটা নিম্নমুখী হলেও রোজার ঈদের মাস মে থেকে আবার ঊর্ধ্বগতি ধারায় ফেরে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি ডিসেম্বর মাসেও বড় অঙ্কের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে ১ হাজার ৯০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪১ দশমিক ৩২ শতাংশ।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম চার মাসে বিভিন্ন পণ্য রফতানি করে ১ হাজার ২৫৪ কোটি ডলার আয় করেছে বাংলাদেশ। এই অঙ্ক গত বছরের একই সময়ে চেয়ে এক দশমিক ১০ শতাংশ বেশি।

করোনাভাইরাসের প্রভাব শুরুর পর গত মার্চ শেষে রিজার্ভ ছিল তিন হাজার ২৩৯ কোটি ডলার। সেখান থেকে সাত মাস পার না হতেই প্রায় এক হাজার কোটি ডলার বেড়ে রিজার্ভ এ পর্যায়ে এসেছে।

এ বিভাগের আরো খবর