টাকার সঙ্গে বিভিন্ন দেশের বিদেশি মুদ্রার বিনিময় হারে সোমবার কিছুটা পরিবর্তন দেখা গেছে। তবে ডলারের দাম অপরিবর্তীত রয়েছে।
দাম বেড়েছে বৃটিশ পাউন্ড, ইউরো, কুয়েত দিনারের। কমেছে সৌদি রিয়েল, সিঙ্গাপুর ডলারের।
সোমবার ব্যাংকগুলোতে গড়ে প্রতি ডলার কেনা হয় ৮৩ টাকা ৯৫ পয়সায়। বিক্রি ৮৪ টাকায় ৯১ পয়সায়।
ব্রিটিশ পাউন্ড ১১১ টাকা ৪৪ পয়সায় কিনে বিক্রি করা হয় ১১৫ টাকা ৬২ পয়সায়।
ইউরো ক্রয় ১০১ টাকা ২১ পয়সায়, বিক্রি হয় ১০৬ টাকা ৪৩ পয়সায়।
জাপানি ইয়েন কেনা হয় ০.৭৯ টাকায়; বিক্রি ০.৮৫ টাকায়।
সৌদি রিয়েল কেনা বেচা হয় যথাক্রমে ২২ টাকা ৩৮ পয়সা ও ২৩ টাকায়।
মালয়েশিয়ার রিঙ্গিত কেনা হয় ১৮ টাকা ২৩ পয়সায়; বিক্রি ২৩ টাকা ০৬ পয়সায়।
সিঙ্গাপুর ডলার ৬১ টাকা ৪৩ পয়সায় কিনে বিক্রি করা হয় ৬৩ টাকা ৩৩ পয়সায়।
কুয়েতি দিনার কেনা হয় ২৬১ টাকা ৪৩ পয়সায়; বিক্রি ২৮১ টাকা ৬৭ পয়সায়।