বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রেক্সিট: আরও আলোচনায় সম্মত যুক্তরাজ্য-ইইউ

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২০ ১০:০৯

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে উভয় পক্ষের আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন যুক্তরাজ্য ও ইইউর নেতারা। সময় প্রায় শেষের দিকে হলেও চুক্তি করতে মরিয়া তারা।

ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যচুক্তি সংক্রান্ত অমীমাংসিত আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য ।

স্থানীয় সময় রোববার নেতাদের আহ্বানের ভিত্তিতে উভয় পক্ষ আলোচনায় ইতি না টানার বিষয়ে রাজি হয় বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দের লায়েন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘প্রায় এক বছর ধরে চলা ব্যর্থ আলোচনা এবং একের পর এক নির্ধারিত সময়সীমার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে যেতে না পারার পরও আমরা মনে করছি, লক্ষ্যে পৌঁছাতে আরও আলোচনার দরকার।’

এ বিষয়ে জনসন বলেন, ‘আশা ফুরিয়ে যায়নি। যুক্তরাজ্য নিশ্চিতভাবেই আলোচনা থেকে দূরে সরবে না।’

অবশ্য একই সঙ্গে ভিন্ন কথাও বলেন জনসন। তিনি বলেন, ‘বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) শর্তের বিষয়েও আমাদের প্রস্তুত থাকতে হবে।

‘সম্প্রতি ইইউ থেকে যুক্তরাজ্যকে আলাদা করেছে এমন বেশ কিছু গুরুতর ও খুব দুরূহ বিষয়ে এখনও মীমাংসায় পৌঁছানো যায়নি। তাই সবার কল্যাণের জন্য ডব্লিউটিওর শর্ত মেনে বাণিজ্যের জন্য প্রস্তুত হওয়াই এখন সর্বোৎকৃষ্ট পন্থা।’

ব্রিটিশ লেবার পার্টির রাজনীতিক র‌্যাশেল রিভস আলোচনার সম্প্রসারণকে স্বাগত জানিয়ে বলেন, দুই পক্ষের মধ্যে কোনো চুক্তি না হওয়ার পরিণতি খারাপ হবে।

তিনি বলেন, ‘যুক্তরাজ্যের সব ব্যবসায়ী ও শ্রমিকদের পক্ষ হয়ে আমি আশা করছি, আলোচনা দ্রুত শেষ হবে। এ ছাড়া আমাদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে জনগণের কাছে করা অঙ্গীকারের প্রতি সরকার দায়িত্বশীল থাকবে ও চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে বলেও আশা করছি।’

চুক্তি সংক্রান্ত আলোচনা অব্যাহত থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্তের জন্য রোববার সময়সীমা নির্ধারণ করে যুক্তরাজ্য ও ইইউ ।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে উভয় পক্ষের আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন যুক্তরাজ্য ও ইইউর নেতারা। সময় প্রায় শেষের দিকে হলেও চুক্তি করতে মরিয়া তারা।

সম্প্রসারিত এ আলোচনা কতদিন চলবে, সে বিষয়ে কিছু বলেনি দুই পক্ষ। তবে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যচুক্তির চূড়ান্ত সময়সীমা ৩১ ডিসেম্বর।

চলতি বছরের মার্চ থেকে চুক্তি করতে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাজ্য ও ইইউ। ৩১ ডিসেম্বরের মধ্যে চুক্তি করতে চেষ্টা করছে দুই পক্ষই। চুক্তি স্বাক্ষরে ব্যর্থ হলে ৩১ ডিসেম্বরের পর ডব্লিউটিওর শর্ত অনুযায়ী বাণিজ্য করতে হবে তাদের।

এ বিভাগের আরো খবর