বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে অর্থায়নই বড় চ্যালেঞ্জ’

  •    
  • ১২ ডিসেম্বর, ২০২০ ২২:০৮

আলোচনায় অংশ নিয়ে ইউএনডিপি বাংলাদেশের ইয়ুথ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ফয়েজ আহমেদ বলেন, যেকোনো উদ্যোক্তার স্টার্ট-আপ-বা কাজ শুরু করতে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তা হলো প্রয়োজনীয় অর্থের সংকট। দেখা গেছে, অনেক তরুণ উদ্যোক্তা নতুন উদ্ভাবন নিয়ে কাজ শুরু করলেও মূলধনের অভাবে তা বাস্তবায়ন করতে পারেন না।

মহামারি করোনা পরিস্থিতিতে উদ্যোক্তা সৃষ্টিতে অর্থ সংস্থানই বড় চ্যালেঞ্জ। অর্থায়ন নিশ্চিত হলে দেশে তরুণদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে দেশের অর্থনীতি দ্রুত গতি ফিরে পাবে।

শনিবার অনলাইন প্লাটফর্মে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘এক্সিলারেটর বাংলাদেশ ৩.০: আগামী দশকে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে বিবেচ্য বিষয় ও জাতীয় সংলাপ’ শীর্ষক আলোচনার আয়োজন করে ইয়ুথ কো ল্যাব, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও সিটি ফাউন্ডেশন।

আলোচনায় অংশ নিয়ে ইউএনডিপি বাংলাদেশের ইয়ুথ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ফয়েজ আহমেদ বলেন, কোভিড-১৯ প্রেক্ষাপটে বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম এগিয়ে নেয়ার ক্ষেত্রে অর্থ সংকটের পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে।

তিনি আরও বলেন, যেকোনো উদ্যোক্তার স্টার্ট-আপ-বা কাজ শুরু করতে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তা হলো প্রয়োজনীয় অর্থের সংকট। দেখা গেছে, অনেক তরুণ উদ্যোক্তা নতুন উদ্ভাবন নিয়ে কাজ শুরু করলেও মূলধনের অভাবে তা বাস্তবায়ন করতে পারেন না।

ফয়েজ আহমেদ বলেন, দেশে করোনা পরিস্থিতির আগে যে সব আর্থিক প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ দেখিয়েছিল এখন তারা পিছিয়ে গেছে।

সংলাপে ইউএনডিপির আঞ্চলিক যুব প্রকল্পের ব্যবস্থাপক সাভিন্দা রানাতুঙ্গা বলেন, তরুণদের সম্ভাবনা ও তাদের বিনিয়োগ বৃদ্ধির সক্ষমতার ওপর গুরুত্ব দিয়ে আসছে ইউএনডিপি। এ ছাড়া সংস্থাটি এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্য) অর্জনে তরুণদের নেতৃত্ব ও উদ্যোক্তা সৃষ্টিতে সহায়ক হিসেবে কাজ করছে বলে জানান তিনি।

সিটি ব্যাংক এনএ, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট অ্যান্ড অ্যাডভাইজরি শাখার পরিচালক ও হেড অব ব্যাংকিং শামস জামান বলেন, অনলাইন প্লাটফর্মের মাধ্যমে তরুণরা সমাজের ও পরিবেশের বিভিন্ন সমস্যা সমাধানে অবদান রাখতে পারবেন।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিনা জাবিন বলেন, সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে স্টার্টআপের মাধ্যমে চাকরির নতুন সুযোগ ও সম্ভাবনার ক্ষেত্র তৈরি হবে। এক্ষেত্রে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড দেশের তরুণ উদ্যোক্তাদের নানান সমস্যা সমাধানে সহযোগিতা করতে প্রস্তুত।

এ বিভাগের আরো খবর